মোহালি: তিনি তখন অনূর্ধ্ব ১৫ ক্রিকেটার। বেঙ্গালুরুতে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই দেখা হয়েছিল অন্যতম প্রিয় নায়কের সঙ্গে। একসঙ্গে ছবিও তুলেছিলেন।


রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে তোলা সেই ছবি এখনও যত্ন করে রেখে দিয়েছেন সেদিনের সেই খুদে ক্রিকেটার। বিরাট কোহলি (Virat Kohli)। শুক্রবার যিনি মোহালিতে মাইলফলক স্পর্শ করলেন। খেললেন শততম টেস্ট। যে ম্যাচের আগে কোহলির হাতে বিশেষ স্মারক টুপি তুলে দিলেন দ্রাবিড়। যিনি এখন জাতীয় দলের কোচ।


রাহুল দ্রাবিড়ের হাত থেকে শততম টেস্ট ক্যাপ নিয়ে কোহলি বলেছেন, 'এটা আমার কাছে একেবারেই বিশেষ একটা মুহূর্ত। আমার পরিবারের সবাই এখানে রয়েছে। আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। আর শততম টেস্ট ক্যাপ পেলাম আমার ছোটবেলার নায়কের কাজ থেকে। এটা দুর্দান্ত একটা ব্যাপার।'


কোহলি যোগ করেন, 'অনূর্ধ্ব ১৫ ক্রিকেটার হিসাবে এনসিএ-তে তোলা সেই ছবি এখনও আমার বাড়িতে রয়েছে। আপনার সঙ্গে ছবি তোলার সময় আপনার দিকেই তাকিয়েছিলাম। অবিশ্বাস্য সফর এবং আশা করছি আনন্দের সঙ্গে খেলে যেতে পারব।' রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে কোহলি ও দ্রাবিড়ের সেই পুরনে ছবি সোশ্যাল মিডিয়ায় শুক্রবারই পোস্ট করা হয়। মুহূর্তে তা ভাইরাল হয়।


 



দ্রাবিড় যখন কোহলির হাতে শততম টেস্ট ক্যাপ তুলে দিচ্ছিলেন, তখন তাঁর পিছনে দাঁড়িয়ে ছিলেন দলের সমস্ত সদস্যরা। বলাই বাহুল্য টি ২০ ক্রিকেটের রমরমার যুগে একশো টেস্ট খেলা নিঃসন্দেহে অসাধারণ একটা কৃতিত্ব। 


আর মোহালি দেখল আশ্চর্য সমাপতনও। এই আইএস বিন্দ্রা স্টেডিয়ামেই অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। আর এই ঘটনা তাঁকে নিঃসন্দেহে উদ্দীপ্ত করবে। উল্লেখ্য, বিগত কয়েক বছর টেস্টে ব্যাট হাতে সেভাবে সাফল্য পাননি কোহলি। ২০১৯-র পর তাঁর ব্যাট থেকে আসেনি কোনও শতরান।