নয়া দিল্লি: কিভ-খারকিভের পর রুশ (Russia) নিশানায় ইউক্রেনের (Ukraine) একাধিক শহর। ওডেসা, ভোলিন-সহ ইউক্রেনের একাধিক শহরে আকাশপথে হামলার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট। বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী কোনও শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।
অন্যদিকে, সেভেরোডোনেত্স্ক শহরে টানা গোলাবর্ষণ চলছে। হামলায় ক্ষতিগ্রস্ত কিভের একাধিক সেনা অফিস। হামলার আশঙ্কায় ইউক্রেনের একাধিক শহর জনমানবহীন। প্রত্যাঘাতে মাইকোলেভ শহরে রুশ ট্যাঙ্ক জ্বালিয়ে দেয় ইউক্রেনীয় সেনা। রাশিয়াকে রুখতে প্রাক্তন মার্কিন কম্যান্ডোরা দিচ্ছেন তালিবান-প্রশিক্ষণ। পাশাপাশি, খেরসন শহর দখলের পর, এবার সেখানে টিভি টাওয়ারের দখল নিল রুশ সেনা। রুশ গোলায় ১৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন, ইউক্রেনের জাটোকায় ধ্বংস রুশ যুদ্ধবিমান
জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করল রাশিয়া। এর আগেই রুশ হামলায় ইউক্রেনের জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যায়। তেজস্ক্রিয়তার আশঙ্কা আছে বলে গোটা ইউরোপে,জানান জেলেনস্কি। বিস্ফোরণ হলে তা হবে চেরনোবিলের থেকে দশগুণ বেশি ভয়ানক, আশঙ্কা প্রকাশ করেন ইউক্রেনের বিদেশমন্ত্রীর।
ইউক্রেনে টানা নবম দিন অব্যাহত রুশ আক্রমণ। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে চলছে দুই দেশের যুদ্ধ। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের অনেক শহরই বিপর্যস্ত হয়ে পড়েছে। ওই শহরগুলিতে আটকে পড়েছেন ভারতীয় সহ অন্যান্য অনেক দেশেরই নাগরিক।ইউক্রেনে আটক ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অনেকেই ইতিমধ্যে ইউক্রেনের প্রতিবেশী দেশে পৌঁছে বিমানে করে ভারতে ফিরেছেন। ইউক্রেনে আটক ভারতীয়দের মধ্যে রয়েছেন প্রচুর মেডিক্যাল পড়ুয়াও।