ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে পিচ গড়াপেটার অভিযোগ, স্টিং অপারেশনের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু আইসিসি-র
Web Desk, ABP Ananda | 26 May 2018 07:04 PM (IST)
নয়াদিল্লি: গত বছর ভারত-শ্রীলঙ্কার একটি টেস্ট ম্যাচে পিচ গড়াপেটা হয়েছিল। একটি স্টিং অপারেশনে এমনই দাবি করা হয়েছে। এই অভিযোগের তদন্ত শুরু করেছে আইসিসি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই স্টিং অপারেশন চালিয়েছে। সেই স্টিং অপারেশনে দাবি করা হয়েছে, মুম্বইয়ের এক প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার রবিন মরিস এখন ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত। তিনি স্বীকার করেছেন, গল টেস্ট ম্যাচের আগে স্টেডিয়ামের এক কর্মীকে ঘুষ দিয়ে পিচের চরিত্র বদলে দিয়েছিলেন। রবিন বলেছেন, ‘আমরা যেরকম ইচ্ছা পিচ বানাতে পারি। কারণ, থরঙ্গা ইন্ডিকা গল স্টেডিয়ামের প্রধান কিউরেটর ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।’ ওই সংবাদমাধ্যমের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ওই ম্যাচ হয় গত বছরের ২৬ থেকে ২৯ জুলাই পর্যন্ত। ভারতীয় দল ৩০৪ রানে জেতে। সেটা ছিল সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচ প্রসঙ্গে ইন্ডিকা বলেছেন, ‘যেরকম পিচ চাইবেন, সেরকম পিচই বানাতে পারি। যদি বোলারদের সহায়ক পিচ চান, তাহলে সেটাই হবে। আবার ব্যাটসম্যানদের সহায়ক, পেস বোলাররা সুবিধা পাবেন এমন বা ঘূর্ণি পিচ তৈরি করতে পারি। ওই ম্যাচে ভারতীয় দলের জন্য ব্যাটিং উইকেট তৈরি করি। ভালভাবে রোল করার পর উইকেট আরও শক্ত করার জন্য জল দিই।’ এ বিষয়ে আইসিসি-র দুর্নীতি দমন শাখার কর্তা অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। দুর্নীতি সংক্রান্ত সব প্রমাণ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। সেটা হলে আমাদের তদন্ত করতে সুবিধা হবে।’