দেখুন: ইডেনে ধোনির হেলিকপ্টার শটের 'রশিদ খান-সংস্করণ'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 May 2018 04:31 PM (IST)
কলকাতা: গতকাল ইডেনে এবারের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কার্যত একার হাতে নিজের দল হায়দরাবাদ সানরাইজার্সকে ফাইনালে তুললেন আফগান তারকা স্পিনার রশিদ খান। ব্যাট, বল ও ফিল্ডিংয়ে মুগ্ধ করলেন রাতেন ইডেনকে। প্রথমে ব্যাট হাতে শুরু করেছিলেন এই আফগান তরুণ ক্রিকেটার। এরপর বোলিং ও ফিল্ডিংয়েও নাইটদের হারানোর কাজে উল্লেখযোগ্য অবদান রাখলেন তিনি। শেষপর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ১৪ রানে হেরে যায় সানরাইজার্সের কাছে। ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কেন উইলিয়ামসনের দল। দলের সংকটের সময়ে ব্যাট করতে নেমে ১০ বলে ৩৪ রানে ঝোড়ো ইনিংস খেলেন রশিদ। সেই স্বল্প সময়ের ইনিংসে এমন একটা শট খেলেছেন রশিগ, যা দর্শক ও ধারাভাষ্যকারদের ধোনির হেলিকপ্টার শটের কথা মনে করিয়ে দিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণর ফুল লেংথ ডেলিভারি স্কোয়ার গেল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন রশিদ। তখন ধারাভাষ্য দিচ্ছেলেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন। ওই শট দেখে চমত্কৃত হেডেন বললেন, এই শট ধোনির হেলিকপ্টার শটের কথা মনে করিয়ে দিয়েছে। অন্যদিকে, সঞ্জয় মঞ্জেরেকর বলেন, এটা ইনিংসের সেরা শট।