কলকাতা: জিততে গেলে ওয়েস্ট ইন্ডিজকে ১ ওভারে করতে হবে ১৯ রান।এই অবস্থায় ফাইনালের রাতে বেন স্টোকসের ওপর ভরসা রেখেছিলেন ইংরেজ অধিনায়ক ইওইন মরগ্যান। কিন্তু ক্যারিবিয়ান কার্লস ব্রেথওয়েটের দানবীয় ছক্কা ইংল্যান্ডের স্বপ্ন ভঙ্গ করে। ব্রেথওয়েটের পর পর চার বলে চারটি ছক্কার ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে স্টোকসকে। মর্গ্যান জানিয়েছেন, গতরাতের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি স্টোকস।
ব্রেথওয়েট-ঝড়ের পর যেকোনও বোলারের অবস্থাই করুণ হতে বাধ্য। সেক্ষেত্রে স্টোকস কীভাবে সেই হতাশা মোকাবিলা করছেন, সে সম্পর্কে জানতে চাওয়া হলে মর্গ্যান বলেছেন, স্বাভাবিকভাবেই ও ভেঙে পড়েছে। এই ধাক্কা কাটিয়ে উঠতে ওর কয়েকদিন সময় লাগবে। যদিও পুরো দল ওর পাশে রয়েছে। সাফল্য ও ব্যর্থতা আমরা ভাগাভাগি করে নিই। তবে ওই সময় ওকে যা বলেই ওকে স্বান্তনা দিই না কেন, ও সম্ভবত তা শুনতেই পায়নি।
ইংরেজ দলনায়ক বলেছেন, আরও একবার ক্রিকেট দেখিয়ে গেল যে, এটা কতটা নিষ্ঠুর একটা খেলা। প্রায় পুরো সময়টাই ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের রাশ টেনে রেখেছিলেন ইংল্যান্ডের বোলাররা। কিন্তু শেষ পর্যন্ত হেরে যেতে হল। তবে ক্রিকেটেই এমনটা সম্ভব বলেও মন্তব্য মর্গ্যানের।
ভেঙে পড়েছে স্টোকস, স্বাভাবিক হতে সময় লাগবে: মর্গ্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2016 10:15 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -