মোহালি: ঘরের মাঠে ম্যাচ ছিল। চেনা পরিবেশ, চেনা দর্শকদের সমর্থন। কিন্তু এরপরও গতকাল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৫৬ রানে হারতে হয়েছে। তবে হারের থেকেও বড় কথা পাঞ্জাব বোলারদের পারফরম্যান্স। অর্শদীপ, স্যাম কারানদের পিটিয়ে লখনউ ব্য়াটাররা পাহাড়প্রমাণ ২৫৭ রান বোর্ডে তুলে নিয়েছিল প্রথমে ব্য়াট করতে নেমে। ম্য়াচের পর পাঞ্জাব অধিনায়ক শিখর ধবন হারের জন্য নিজেদের ভুল স্ট্র্যাটেজিকেই দায়ী করছেন। 


কী বলছেন ধবন?


গতকালের ম্যাচে ৭ বোলিং বিকল্প নিয়ে মাঠে নেমেছিল পাঞ্জাব শিবির। কিন্তু তারপরও লখনউ ব্য়াটারদের বিশাল স্কোর আটকাতে ব্যর্থ হয় ধবনের বোলিং ডিপার্টমেন্ট। পাঞ্জাব অধিনায়ক বলেন, ''আমরা অনেক রান খরচ করে ফেলেছিলাম। ভেবেছিলাম যে বল হয়ত ব্য়াটে দ্রুত আসবে না। ক্য়াচ উঠবে বেশি করে। তাই অতিরিক্ত বোলিং বিকল্প নিয়ে মাঠে নেমেছিলাম। কিন্তু সেই স্ট্র্যাটেজি বুমেরাং হয়ে গিয়েছে। একজন স্পিনার কম নিয়ে খেলেছি আমরা। এই ভুল থেকে শিক্ষা নিতে চাই আমি। হয়ত আগামী ম্যাচগুলোয় ভাল পারফর্ম করতে পারব।'' শাহরুখ খানকে কেন আগে নামানো হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। ধবন বলছেন, ''লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান রয়েছেন। ওরা ভাল ফর্মেও। তাই শাহরুখকে পরে নামানোর পরিকল্পনা ছিল।''


প্রথমে রানের পাহাড়। তারপর দুরন্ত বোলিং। ব্যাটে-বলে আগাগোড়া দুরন্ত দাপট দেখিয়ে ৫৬ রানে ম্যাচ জিতল লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)। বড় যে জয়ের সুবাদে ফের লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন লখনউ ব্রিগেড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রান তোলে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে শুরু করে পাঞ্জাব কিংস (Punjab Kings)। অর্থব টাইডে ও সিকান্দার রাজাদের পাল্টা লড়াইয়ে শেষপর্যন্ত ২০১ তুলতে সমর্থ হলেও ৫৬ রানের বড় ব্যবধানে হারতে হল পাঞ্জাবকে। 


৩৬ বলে ৮ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন অথর্ব। সিকান্দার (৩৬), লিয়াম লিভিংস্টোন (২৩), স্যাম কারানের (২১) লড়াই সত্ত্বেও রানের পাহাড় ডিঙোতে পারেনি পাঞ্জাব। চোট সারিয়ে দলে ফিরে অবশ্য ব্যাট হাতে এদিন সফল হতে পারেননি শিখর ধবন (১)। লখনউয়ের পক্ষে যশ ঠাকুর ৪ টি, নভিন-উল-হক ৩ টি ও রবি বিষ্ণোই ২ টি উইকেট নেন।