নয়াদিল্লি: গত বৃহস্পতিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিনার যজুবেন্দ্র চাহল সাংবাদিক বৈঠকে বলেছিলেন, যুবরাজ সিংহর  পরপর তিন ওভারবাউন্ডারির পরে তাঁর নিজেকে স্টুয়ার্ট ব্রড মনে হচ্ছিল। চাহলের মজার ছলে ওই মন্তব্য ২০০৭-এর টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচে ব্রডকে যুবরাজের ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর স্মৃতি ফিরিয়ে আনে।

তবে চাহলের এই মজার ছলে করা মন্তব্যের জবাব দিয়েছেন ব্রড। আইপিএলের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চাহলের মন্তব্য শেয়ার করা হয়েছিল। সেই পোস্টে ব্রড তাঁর মন্তব্যে লিখেছেন, ‘আশা করি ১০ বছরের মধ্যে ৪৩৭ টেস্ট উইকেট নিয়ে ও আমার মতো  অনুভব করবে’।

চাহল বলেছিলেন, ‘যুবরাজ তিনটা ছক্কা মারার পর নিজেকে স্টুয়ার্ট ব্রডের মতো মনে হচ্ছিল।যুবরাজ কিংবদন্তী ব্যাটসম্যান। তবে জানতাম, নিজেকেই ঘুরে দাঁড়াতে হবে। এটা ছোট মাঠ ছিল। তাই বাউন্ডারি হওয়ার সুযোগ বেশি। আমি জানতাম আমাকে আমার সেরা বলটা করতে হবে এবং সেজন্য ওয়াইড গুগলি করলাম’।




মুম্বইয়ের ইনিংসের ১৪ তম ওভারে চাহলের পরপর তিনটি বল মাঠের বাইরে পাঠিয়ে দেন যুবরাজ। বাঁহাতি যুবরাজ তখন রীতিমতো চেনা ছন্দে। প্রথম ছক্কা ডিপ মিড উইকেট দিয়ে, দ্বিতীয় ছক্কা বোলারের মাথার ওপর দিয়ে এবং তৃতীয় ছক্কা মারেন লং অন দিয়ে। চতুর্থ বলও তুলে মারার চেষ্টা করেন যুবি। কিন্তু লং অফে ক্যাচ ধরেন মহম্মদ সিরাজ। সেইসঙ্গে যুবরাজের ১২ বলে ২৩ রানের ইনিংসের সমাপ্তি ঘটে।

১২ বছর আগে যুবরাজের ছয় বলে ছয ওভারবাউন্ডারির জন্য অনেক ভারতীয় সমর্থক ব্রডকে মনে রাখেন।  সেই ব্রড কিন্তু বিশ্বের বর্তমানের তিন বোলারের মধ্যে একজন, যাঁদের ৪০০ টেস্ট উইকেট রয়েছে। ৩২ বছরের ব্রড সে কথা উল্লেখ করেই চাহলের মন্তব্যের জবাব দিয়েছেন।