লন্ডন: বিরাট কোহলির ভারতীয় দলের বিরুদ্ধে রণকৌশল স্থির করতে ব্যস্ততা এতটাই বেশি যে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড তাঁর বান্ধবী তথা সঙ্গীত শিল্পী মলি কিংয়ের সম্পর্কে ছেদ টেনেছে। এমনটাই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জানিয়েছে, একে অপরের ব্যস্ততার কারণে ব্রড ও মলি কিং সম্পর্ক থেকে সরে দাঁড়িয়েছেন।
এই তারকা জুটির ঘনিষ্ট সূত্র জানিয়েছে, মলি ও ব্রডের রোমান্স পর্ব শেষ। দুজনেরই প্রচুর কাজের চাপ। এতে একে অপরের সঙ্গে দেখাসাক্ষাতের সময়ও হয়ে উঠছিল না। কাজেই তাঁরা সম্পর্কে ইতিই টেনে দিয়েছেন।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতিতে ব্রড এতটাই মগ্ন ছিলেন যে, কোনও সম্পর্ক টিকিটে রাখাটা কঠিন হয়ে যাচ্ছিল। আর এতে দুজনের মধ্যে মতপার্থক্যও তৈরি হচ্ছিল।
সোশ্যাল মিডিয়ায় দুজনেই একে অপরকে আনফলো করেছেন বলে সূত্রের খবর। সম্পর্ক ছেদ ঘটিয়ে দুজনেই যে যাঁর কাজে মনেনিবেশের সিদ্ধান্ত নিয়েছেন।
তাত্পর্য্যপূর্ণ বিষয় হল, ব্রড মলির সঙ্গে সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে কোনও ঘোষণা করেননি। মলিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেননি। কিন্তু আগে একাধিকবার ব্রডের সঙ্গে তাঁর সম্পর্কের জোরাল ইঙ্গিত পাওয়া গিয়েছেন এই সঙ্গীতশিল্পীর কাছে।
মলি বলেছিলেন, আমরা একে অপরকে দীর্ঘদিন ধরেই জানি। আমাদের কীভাবে আলাপ তা মনে নেই। আমি খুব সহজেই ভালোবেসে ফেলি। আমার জীবন ও কেরিয়ারের প্রত্যেক সিদ্ধান্তই আমি মস্তিষ্ক নয়, আবেগের বশে নিয়েছি, যেগুলির মধ্যে কিছু কিছু হয়ত ভালো ছিল না।
ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বল হাতে এখনও পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি ব্রডকে। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন তিনটি উইকেট।
ব্যস্ততার জন্য সম্পর্ক বিচ্ছেদ ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রড ও তাঁর বান্ধবী সঙ্গীত শিল্পী মলি কিংয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Aug 2018 04:35 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -