শারজা: ১০পিএল-বিশ্বকাপের ফাঁকে শারজায় ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ১১ মার্চ শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ভারতীয় দলের কোচ ভরত লোহার ও ম্যানেজার জাভিদ শেখ। পাকিস্তানের কোচ আসিফ মুমতাজ ও ম্যানেজার উসমান মঞ্জুর।


সংযুক্ত আরব আমিরশাহীর যে সংস্থাটি টেনিস বল ক্রিকেটের বিশ্বকাপ আয়োজন করেছে, তার চেয়ারম্যান আবদুল লতিফ খান জানিয়েছেন, ‘ভারতীয় উপমহাদেশে এই প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। উপমহাদেশের অনেক তারকাই ছোটবেলায় টেনিস বল ক্রিকেট খেলে পরবর্তীকালে কিংবদন্তী হয়ে উঠেছেন। তাঁদের শ্রদ্ধা জানানোর জন্যই বিশেষ ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা হয়েছে। এবার আমরা সাফল্য পেলে ভবিষ্যতে দু’দলের আরও ম্যাচ আয়োজন করা হবে। এই ফর্ম্যাটে দু’দেশের সেরা খেলোয়াড়দের নিয়েই দলগঠন করা হয়েছে।’

এর আগে শারজায় শেষবার ভারত-পাকিস্তানের ম্যাচ হয়েছিল ২০১৩-১৪ মরসুমে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে। ভারত-পাকিস্তানের সিনিয়র দল শেষবার শারজায় একে অপরের বিরুদ্ধে খেলেছিল ২০০০ সালের মার্চে ত্রিদেশীয় প্রতিযোগিতায়। সেই প্রতিযোগিতায় অপর দলটি ছিল দক্ষিণ আফ্রিকা।

টেনিস বল ক্রিকেটের বিশ্বকাপের এটি তৃতীয় সংস্করণ। ৮ থেকে ১৩ মার্চ পর্যন্ত শারজা ক্রিকেট স্টেডিয়ামে চলবে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মুখ করা হয়েছে ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভোকে। তিনি ফাইনালের দিন মাঠে থাকবেন।