তৈমুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ কেমন হল? মজাদার জবাব কার্তিক আরিয়ানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Feb 2020 02:53 PM (IST)
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর চটজলদি জবাবের জন্য পরিচিতি। সংবাদমাধ্যমের কোনও প্রশ্নে এমন চটজলদি মজাদার জবাব দেন, যেন উত্তর তাঁর ঠোঁটে লেগেই ছিল। এবার সইফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুরের সঙ্গে প্রথম সাক্ষাত্ সম্পর্কে বলতে গিয়ে এমনই একটা মন্তব্য শোনা গেল কার্তিকের কাছ থেকে। বেশ মজাদার ঢঙে প্রশ্নের জবাব দিলেন।
নয়াদিল্লি: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর চটজলদি জবাবের জন্য পরিচিতি। সংবাদমাধ্যমের কোনও প্রশ্নে এমন চটজলদি মজাদার জবাব দেন, যেন উত্তর তাঁর ঠোঁটে লেগেই ছিল। এবার সইফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুরের সঙ্গে প্রথম সাক্ষাত্ সম্পর্কে বলতে গিয়ে এমনই একটা মন্তব্য শোনা গেল কার্তিকের কাছ থেকে। বেশ মজাদার ঢঙে প্রশ্নের জবাব দিলেন। ছোট্ট তৈমুর তার কিউটনেসের জন্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছে। সেই তৈমুরের সঙ্গে প্রথম সাক্ষাত্ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কার্তিক বললেন, কথাবার্তা বেশ ভালোই হল। এরপরই তিনি বলেন, তৈমুর শুধু ‘কা কা কা কা’ বলল। এভাবে মজা করার পর কার্তিক জানালেন, চন্ডিগড়ে তৈমুরের সঙ্গে দেখা হয়েছিল। সেখানে ‘দোস্তানা ২’ সিনেমার শ্যুটিং করছিলেন তিনি আর করিনা ও আমির খান ‘লাল সিংহ চাড্ডা’ সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। এই সময় করিনার সঙ্গে ছিল তৈমুর। কার্তিক জানিয়েছেন, তৈমুরের সঙ্গে ছবি তুলতে তিনি ভুলে গিয়েছেন। পরেরবার অবশ্যই ছবি তুলবেন। কার্তিকের 'লাভ আজ কাল' সিনেমা বক্সঅফিসে খুব বেশি আলোড়ন তুলতে পারেনি। ইমতিয়াজ আলির এই সিনেমায় ছিলেন সারা আলি খানও।