দলীপ ট্রফিতে সুদীপ চট্টোপাধ্যায়ের শতরান
Web Desk, ABP Ananda | 24 Aug 2016 05:51 PM (IST)
গ্রেটার নয়ডা: গোলাপি বলে প্রথম সেঞ্চুরি করে ফেললেন বাংলার ব্যাটসম্যান সুদীপ চট্টোপাধ্যায়। দলীপ ট্রফিতে ইন্ডিয়া রেডের হয়ে শতরান করলেন বাংলার এই ক্রিকেটার। সুদীপের পাশাপাশি অভিনব মুকুন্দের ব্যাট থেকেও এসেছে শতরান৷ তাঁদের শতরানে শক্ত জমিতে ইন্ডিয়া রেড। প্রথম ইনিংসে ব্যাট করে ১৬১ তোলে ইন্ডিয়া রেড৷ জবাবে ব্যাট করতে নেমে ১৫১ রানে অল আউট ইন্ডিয়া গ্রিন৷ কিন্তু, দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া রেডকে শক্ত জমিতে দাঁড় করিয়ে দেন সুদীপ ও মুকুন্দ৷ ১১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন সুদীপ৷ মুকুন্দ ১৬২ রানে অপরাজিত। দ্বিতীয় দিনের শেষে তিন উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলেছে ইন্ডিয়া রেড। লিড এখন ৩৫৪ রানের। খেলার বাকি আরও দু দিন। বিশাল কোনও অঘটন ছাড়া এই ম্যাচে ইন্ডিয়া রেডেরই জেতা উচিত।