নয়াদিল্লি: রিও অলিম্পিকে ভারতের মাত্র দুটি পদক জয় এবং তারপর পিভি সিন্ধু ও সাক্ষী মালিককে সংবর্ধনা দেওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যান। তাঁকে পাল্টা জবাব দিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। ইংল্যান্ড ক্রিকেটের জন্মদাতা হওয়া সত্ত্বেও এখনও একবারও ৫০ ওভারের বিশ্বকাপ জিততে না পারা নিয়ে খোঁচা দিয়েছেন সহবাগ।



 

 

ব্রিটিশ সাংবাদিক ট্যুইটারে লিখেছিলেন, ১২০ কোটি মানুষের দেশ দুটি হেরে যাওয়া পদক নিয়ে মাতামাতি করছে। এটা অত্যন্ত লজ্জাজনক। মর্গ্যানের এই ট্যুইটের পরেই বহু মানুষ তাঁর সমালোচনা শুরু করেন। সহবাগের ট্যুইটের জবাবে টি-২০ বিশ্বকাপ জয়ের কথা তুলে মর্গ্যান বলেন, কেভিন পিটারসেন খেললে ইংল্যান্ড ৫০ ওভারের বিশ্বকাপও জিতত। সহবাগ পাল্টা বলেন, পিটারসেনের জন্ম দক্ষিণ আফ্রিকায়। তিনি ইংরেজ নন।





 

প্রখ্যাত লেখক চেতন ভগতও ইংরেজ সাংবাদিককে জবাব দেন। আরও অনেকেই বিশ্বজুড়ে ভারতীয়দের সাফল্যের কথা উল্লখ করে মর্গ্যানকে খোঁচা দেন। অনেকেই এই ব্রিটিশ সাংবাদিককে ইংল্যান্ডের শোভা দে বলেও কটাক্ষ করেছেন।