নয়াদিল্লি: পরীক্ষা নিরীক্ষা পর্ব পেরিয়ে এবার কি সহাবস্থানের পালা? যন্ত্রমানবের সঙ্গে কি এবার মানিয়ে নিতে হবে মনুষ্যজাতিকে? নতুন করে এই প্রশ্ন উস্কে দিল ভারতের পড়শি দেশ চিন। কারণ আর শুধু পরীক্ষা নিরীক্ষা বা প্রদর্শনী নয়, রোবটদের নিয়ে আস্ত কনসার্ট হল সেখানে, যা দেখে অভিভূত ধনকুবের ইলন মাস্কও। (Robot Dancers)
চিনের চেংদু শহরে সম্প্রতি কনসার্ট ছিল গায়ক ওয়াং লিহোমের। সচক্ষে ওয়াংকে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু অনুষ্ঠানে প্রচারের সবটুকু আলো কেড়ে নিল ছয় রোবট। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে যে ভেল্কি দেখিয়েছে তারা, তা দেখে স্তম্ভিত সকলে। (Viral Video)
এই মুহূর্তে ‘Best Place Tour’ নিয়ে ব্যস্ত ওয়াং। নিজের এই কনসার্টকে তিনি ‘ভবিষ্যৎমুখী’ বলে উল্লেখ করেছেন। কিন্তু তাতে যে রোবটদের নাচ থাকবে, আঁচ করা যায়নি প্রথমে। তাই চোখের সামনে রোবটদের নাচতে দেখে হতবাক হয়ে যান সকলে।
তবে সামান্য কয়েকটি ডিগবাজি খেয়ে থামেনি রোবটগুলি। বরং পেশাদার নৃত্যশিল্পীর মতো পারফরম্যান্স উপহার দিয়েছে। ওয়াং এবং বাকি ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি স্টেপ একেবারে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলে। পরিস্থিতি এমন হয়ে যে কে মানুষ, আর কে রোবট, একটা সময় পর বোঝার উপায় ছিল না। শুধুমাত্র মাথার অংশে বসানো প্রযুক্তি দিয়েই ফারাক বোঝা যাচ্ছিল।
মঞ্চের উপর রোবটগুলির আচরণও ছিল একেবারে মানুষের মতো। ঢিলেঢালা প্যান্ট, চকচকে ওভারশার্ট পরে নাচতে ওঠে তারা। যাঁরা কনসার্ট দেখতে গিয়েছিলেন, তাঁরা জানিয়েছেন, এখনও ঘোরে আছেন তাঁরা। বাস্তব ও কল্পনা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।
যে ছয়টি রোবটকে কনসার্টের জন্য বেছে নেওয়া হয়েছিল, সেগুলি Unitree G1 Humanoid রোবট। ওয়াং জানিয়েছেন, সঙ্গীতের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির যুগলবন্দির নিদর্শন এই কনসার্ট। কোরিওগ্রাফি অনুযায়ীই নেচেছে রোবটগুলি। কোথাও কোনও সমস্যা হয়নি।
ওই কনসার্টের ভিডিও চিনের বাইরেও ভাইরাল হয়ে গিয়েছে। ধনকুবের মাস্কও রোবটদের নাচ দেখে অভিভূত। চিন না আমেরিকা, প্রযুক্তির দিক থেকে এই মুহূর্তে কে এগিয়ে, সেই নিয়ে চর্চাও তুঙ্গে। তবে রোবটরা যে নৃত্যশিল্পীদের টেক্কা দিচ্ছে, তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। ভবিষ্যতের পৃথিবীতে মানুষকে রোবটের কাছে পিছিয়ে পড়তে না হয়, আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।