চেন্নাই: ২০২৪ সালটা ভারতীয় টেনিসের জন্য এখনও পর্যন্ত অত্যন্ত মিষ্টিমধুর কাটছে। বছরের শুরু থেকেই একের পর এক ইতিহাস তৈরি করছেন ভারতীয় টেনিস তারকারা। অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবথেকে বেশি বয়সে প্রথমবার বিশ্বের এক নম্বর হয়ে সর্বকালীন ইতিহাস গড়েছিলেন রোহন বোপান্না। সেই অস্ট্রেলিয়ান ওপেনেই সুমিত নাগাল (Sumit Nagal) ৩৫ বছর পর প্রথম ভারতীয় তারকা হিসাবে সিঙ্গেলসে কোনও বাছাই করা তারকাকে হারান। নাগালের স্বপ্নের সফর অব্যাহত। নিজের কেরিয়ারে প্রথমবার এটিপি সিঙ্গেলস ব়্যাঙ্কিংয়ে (ATP Rankings) প্রথম ১০০-র মধ্যে প্রবেশ করছেন নাগাল।
চেন্নাই ওপেন লুকা নার্ডিকে ৬-১, ৬-৪ স্কোরলাইনে স্ট্রেট সেটে হারিয়ে কেরিয়ারের পঞ্চম চ্যালেঞ্জার ট্যুর জিতে নেন নাগাল। এই জয়ের সুবাদেই ১০০-র মধ্যে নিজের জায়গা পাকা করে ফেললেন নাগাল। আসন্ন সপ্তাহেই এটিপি ব়্যাঙ্কিংয়ে তিনি ৯৮ নম্বরে উঠে আসবেন। ২০১৯ সালে প্রজ্ঞেশ গুণেশ্বরনের পাঁচ বছর পর প্রথম ভারতীয় সিঙ্গেলস তারকা হিসাবে এটিপি ব়্যাঙ্কিংয়ে ১০০-তে প্রবেশ করছেন সুমিত।
টুর্নামেন্টের শুরুতে নাগালের ব়্যাঙ্কিং ছিল ১২১। গোটা টুর্নামেন্ট জুড়েই তিনি অনবদ্য পারফর্ম করেন। পাঁচ ম্যাচ খেলেও একটিও সেট হারেননি নাগাল। কেরিয়ারের পঞ্চম ট্যুর ইভেন্ট জিতেই পাঁচ বছর পর প্রথম ভারতীয় হিসাবে সিঙ্গেলসের ১০০-র মধ্যে নিজের জায়গা করে নিলেন ২৬ বছর বয়সি নাগাল। ঘটনাক্রমে গুণেশ্বরনও এই একই ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে ১০০-র মধ্যে পৌঁছেছিলেন।
চেন্নাই ওপেনের ফাইনাল জিতে ইভেন্টের শীর্ষ বাছাই ইতালিয়ান নার্ডিরও লক্ষ্য ছিল প্রথমবার ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০০-তে প্রবেশ করা। তবে ফাইনালের ঠিক আগেরদিন, শনিবার শনিবার তিন ঘণ্টার সেমিফাইনাল ম্যাচের প্রভাব নার্ডির খেলার স্পষ্ট বোঝা যাচ্ছিল। প্রথম পাঁচ পয়েন্টে তাঁর ফোরহ্যান্ড একেবারেই ঠিকঠাক জায়গা রাখতে পারছিলেন না ইতালিয়ান। দ্বিতীয় এবং ষষ্ঠ গেমে নার্ডির সার্ভিস ব্রেক করে প্রথম সেট জিতে নেন নাগাল।
নাগাল বারংবার নার্ডির ব্যাকহান্ডের দিকেই শট মেরে তাঁকে বিপাকে ফেলছিলেন। দ্বিতীয় সেটে তাঁর সার্ভিস গেম ব্রেক হওয়ার পরও দুই বার নার্ডি ম্যাচে ফেরার চেষ্টা করেন। তবে নাগাল ফের একবার তাঁর সার্ভিস ব্রেক করে ম্যাচ জেতার দোরগোড়ায় পৌঁছে যায়। ৫-৪ স্কোরলাইনে যখনই মনে হচ্ছিল নাগালের সার্ভিস ব্রেক করে নার্ডি সেটে ফিরে আসবেন, তখনই নাগাল দুই ম্য়াচ পয়েন্ট বাঁচান। ম্যাচ পয়েন্টে নাগালের দুরন্ত সার্ভিস কোর্টের ভিতরে রাখতে পারেননি নার্ডি। স্ট্রেট সেটে ম্যাচ ও খেতাব জিতে নেন ভারতীয় তারকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ভাবতাম ঠাট্টা করছে, বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষে যাওয়া বোপন্নাকে নিয়ে উচ্ছ্বসিত সানিয়া