বেঙ্গালুরু: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) অবস্থা এখন বেহাল। এখনও ফেডারেশনের সভাপতি পদ খালি, হয়নি নির্বাচনও। ঘাড়ের ওপর ফিফার নিষেধাজ্ঞার আতঙ্ক। এইসবের মাঝেই এগিয়ে এলেন ভারতীয় পুরুষ দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। স্বদেশীয় ফুটবলারদের দিলেন বিশেষ বার্তা।


ফিফার হুমকি


এই মাসের শুরুর দিকেই ফিফা সর্বভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধ করার পাশাপাশি ভারতের কাছ থেকে আসন্ন অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের অধিকারও কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে। ফেডারেশনের দুর্নীতি দূর করে নতুন করে স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট এক বিশেষ কমিটিকে দায়িত্ব দিয়েছে। তবে ফিফা 'থার্ড পার্টি' হস্তান্তর একেবারেই বরদাস্ত করে না। এর জেরেই ভারতের ওপর নিষেধাজ্ঞার খাড়া ঝুলছে। এই সবের মাঝে ফুটবলারদের ওপরেও স্বাভাবিকভাবেই মানসিক এক চাপ রয়েইছে। তবে ভারতীয় ফুটবলারদের আশ্বস্ত করলেন সুনীল।


তিনি বেঙ্গালুরু এফসির আয়োজিত প্রাক-মরসুম সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমি ছেলেদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং সকলের জন্য আমার একটাই পরামর্শ। এই নিয়ে বিশেষ চিন্তাভাবনা করে লাভ নেই, কারণ এই বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে নেই। যারা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তারা নিজেদের সেরাটা দিচ্ছেন যাতে আমরা দ্রুতই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। খেলোয়াড় হিসাবে এক্ষেত্রে আমাদের কর্তব্য যে আমরা যেন নিজেদের কাজটা ভালভাবে করে যাই। আমাদের সকলকে নিশ্চিত করতে হবে যে ক্লাব বা জাতীয় দলের হয়ে আমরা যখনই সুযোগ পাই না কেন, আমরা যেন নিজেদের সেরাটা দিই, নিজেদের আগের থেকে আরও উন্নত করি।'


নির্বাচন কবে?


ভারতীয় দল এ বছর ১১ থেকে ৩০ অক্টোবরের মধ্যে মহিলাদের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করবে। ভুবনেশ্বর, মুম্বই এবং গোয়ায় এই টুর্নামেন্টটি খেলা হবে। তার জন্য জোরকদমে চলছে প্রস্তুতি। তবে ফেডারেশনের নির্বাচন এবং নতুন কমিটি গঠন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হলে, এই সবই ভেস্তে যেতে পারে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট নির্ধারিত কমিটি ইতিমধ্যেই দ্রুত ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তৎপর। এই নির্বাচন প্রক্রিয়াটি এই মাসেরই ২৮ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা। নির্ধারিত দিনক্ষণে শেষমেশ নির্বাচন সম্পন্ন করে ভারতীয় ফুটবল ফেডারেশন শেষমেশ ফিফার নিষেধাজ্ঞা, এড়াতে পারে কি না এখন সেটাই দেখার।


আরও পড়ুন: সুনীলের পরামর্শে কৃষ্ণদের দেখানো পথেই হাঁটলেন সন্দেশ, ফিরলেন বেঙ্গালুরুতে