নয়াদিল্লি: গত মরসুম শেষের পরেই সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan) এটিকে মোহনবাগান ছাড়া নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। সেইমতো তিনি দল ছাড়েনও। এবার আসন্ন মরসুমের জন্য নিজের নতুন দল বেছে নিলেন ভারতের তারকা ডিফেন্ডার। নতুন দলের বদলে প্রাক্তন দলের ফেরার সিদ্ধান্ত নিলেন বললেও ভুল হবে না। ঝিঙ্গানের নতুন ঠিকানা কী?


কৃষ্ণদের অনুসরণ


বেঙ্গালুরুর জার্সি গায়ে এবারের মরসুমে মাঠ কাঁপাতে দেখা যাবে সন্দেশকে। রবিবারই (১৪ অগাস্ট) সন্দেশকে সই করানোর কথা সরকারিভাবে ঘোষণা করা হয় বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) তরফে। ২০১৬-১৭ মরসুমের দ্বিতীয়ার্ধে সন্দেশ বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। সেইবার অবশ্য পাকাপাকি নয়, বরং কেরালা ব্লাস্টার্সের থেকে লোনেই বেঙ্গালুরুতে এসেছিলেন সন্দেশ। এবার কিন্তু পাকাপাকিভাবেই যোগ দিলেন এই দলে। এর ফলে বেঙ্গালুরু দলে এটিকে মোহনবাগানের প্রাক্তনীদের সংখ্যাও আরও বাড়ল। ইতিমধ্যে এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার রয় কৃষ্ণ, প্রবীর দাস, হাভি হার্নান্ডেজরা সকলেই এ মরসুমে বেঙ্গালুরুতে সই করেছেন, সন্দেশও সেই তালিকায় যুক্ত হলেন। 


 






সুনীলের পরামর্শ


এক্ষেত্রে তিনি ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর পরামর্শ নেন বলেও জানিয়েছেন সন্দেশ। এক সাক্ষাৎকারে সন্দেশ বলেন, 'এটিকে মোহনবাগানের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পর আমি আমার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাই এবং তারপরেই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব বলে ঠিক করেছিলাম। আমি সুনীলের (ছেত্রী) সঙ্গেও এই বিষয়ে কথা বলেছি। জানি এই দল স্থাপনের পর থেকেই পরপর খেতাব জিতে এসেছে এবং অন্যতম সেরা ক্লাবগুলির মধ্যে পড়ে। আমার মন বলছিল বেঙ্গালুরুতে সেই করার কথা এবং আমি সেই কাজই করি।'


বেঙ্গালুরু ২০১৩ সালে স্থাপিত হওয়ার পর থেকে আই লিগ, আইএসএল, সুপার কাপ, প্রতিবারই কিছু না কিছু জিতত। তবে গত দুই মরসুমে মেলেনি সাফল্য। অপরদিকে, ক্রোয়েশিয়ার এইএনকে সিবেনিকে যোগ দিয়ে চোটের জন্য আধা মরসুম খেলাই হয়নি সন্দেশের। এটিকে মোহনবাগানে মরসুমের দ্বিতীয়ার্ধে ফিরলেও নিজের সেরা ফর্মের ধারেকাছে দেখায়নি ঝিঙ্গানকে। তাই আসন্ন মরসুমে ঝিঙ্গান ও বেঙ্গালুরু, উভয়ের জন্যই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। 


আরও পড়ুন: ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে লজ্জার হার ম্যান ইউয়ের, ট্যুইটারে বিদ্রুপ রোনাল্ডোদের