নয়াদিল্লি: ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) বাইরে সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের জার্সিতে দেখা যাবে না তাঁকে। কিন্তু কেন?


চোটের জন্য ছিটকে গেলেন সুনীল ছেত্রী। বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ভারতের হয়ে খেলতে পারবেন না তিনি। প্রাথমিক দল ঘোষণা হওয়ার আগেই চোটের জন্য খেলতে না পারার কথা জানিয়ে দিলেন ভারতীয় দলের অধিনায়ক।


সুনীলের না থাকা ভারতীয় দলের জন্য নিশ্চিত ভাবেই ক্ষতি। অভিজ্ঞ স্ট্রাইকার নিজে বলেছেন, ‘‘বাহরিন ও বেলারুশের বিরদ্ধে খেলার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম। খেলতে না পারার জন্য খারাপ লাগছে। একটা দীর্ঘ এবং কঠিন মরসুম শেষ হল সবে। একাধিক চোট সমস্যায় ভুগছি। সেগুলো ঠিক করার জন্য কিছুটা সময় দরকার।"


এরপরই আন্তর্জাতিক ফুটবলে ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার যোগ করেছেন, "মে মাসে জাতীয় শিবিরে যোগ দেওয়ার জন্য যা যা করা দরকার সব করব আমি। পুরো সুস্থ হয়েই জাতীয় দলে যোগ দিতে চাই।’’


নিজে না খেললেও ভারতীয় দল নিয়ে আশাবাদী সুনীল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘‘আমাদের দলটা যথেষ্ট ভাল। ছেলেদের অনেকেই আত্মবিশ্বাসের তু‌ঙ্গে রয়েছে। দীর্ঘ লিগ মরসুমে অনেকেই বেশ ভাল খেলেছে। ওদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকব। ওদের অনেক শুভেচ্ছা জানিয়ে রাখলাম।’’


ইগর স্টিম্য়াচের ফুটবলাররা আগামী ১০ মার্চ পুণেতে জড়ো হবেন। ১১ মার্চ থেকে শুরু হবে প্রস্তুতি শিবির। আইএসএলের সেমিফাইনাল খেলার জন্য একাধিক ফুটবলার এই শিবিরে যোগ দেবেন দিনকয়েক দেরিতে। ভারতীয় দল বাহরিনের উদ্দেশে রওনা হবে ২১ মার্চ। ২৩ মার্চ বেলারুশ ও ২৬ মার্চ বাহরিনের বিরুদ্ধে খেলা ভারতের।


ভারতের প্রাথমিক দল:


গোলকিপার গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ, ধীরজ সিংহ, প্রভসুখন গিল, মহম্মদ নওয়াজ।


ডিফেন্ডার প্রীতম কোটাল, আশুতোষ মেটা, সেরিটন ফার্নান্ডেজ, আশিস রাই, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, দীপক টাংরি, নরেন্দর গহলৌত, চিংলেনসানা সিংহ, শুভাশিস বোস, আকাশ মিশ্র, মন্দার রাও দেশাই ও রোশন সিংহ।


মিডফিল্ডার – উদান্ত সিংহ, বিক্রম প্রতাপ সিংহ, অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ভিপি সুহের, লালেংমাওইয়া, সাহাল আব্দুল সামাদ, ইয়াসির মহম্মদ, আশিক কুরুনিয়ন, অনিকেত যাদব, লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিংহ ও জেরি।