মুম্বই: তখনও সচিন, বিরাট, রোহিতরা ক্রিকেটে পা রাখেনি। ২২ গজের কিংবদন্তি হয়ে গিয়েছিলেন ততদিনে। সুনীল গাওস্কর। ভারতীয় ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। টেস্ট কেরিয়ারের ৩৪ সেঞ্চুরির মালিক। যা প্রায় দু দশক ধরে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় শীর্ষে ছিল। ১০ হাজারের ওপর টেস্ট রান ঝুলিতে। আজ ৯ জুলাই সুনীল গাওস্করের জন্মদিন। আর জন্মদিনেই একটা অদ্ভুত তথ্য, যা অনেকেরই হয়ত অজানা, তা হলে মাঠে ম্য়াচ চলাকালিই নাকি একবার চুল কাটাতে চলে গিয়েছিলেন লিটল মাস্টার।


আসলে ঘটনাটি ১৯৭৪ সালের। অজিত ওয়াদেকরের নেতৃত্বাধীন ভারতীয় দল টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে গিয়েছিল। সেই সময় বড় চুল রাখতেন সুনীল। ওল্ড ট্র্য়াফোর্ডে ম্য়াচ চলাকালিন তীব্র হাওয়া বইছিল। ফল বোলাররা যখন বল করতে আসছিলেন, সেই সময় চুল চোখের সামনে উড়ে এসে সমস্যা তৈরি করছিল। রাগে মাঠেই চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন গাওস্কর। এই বিষয়ে কিছুদিন আগে ধারাভাষ্য দেওয়ার সময় মজা করে সানি বলেছিলেন, ''খুবই মজার ব্যাপার ছিল ওটা। সেইসময় আমি টুপি পরতাম না। এখনকার তুলনায় আমার চুল ছিল বেশ বড়। ঝোড়ো হাওয়ায় আমার চোখের সামনে চুল এসে পড়ছিল। তখনই আমি আম্পায়ার ডিকি বার্ডকে জিজ্ঞেস করি, ওঁর কাছে কাঁচি আছে কিনা। আছে, জানতে পেরেই ওঁকে বলি আমার চুল কেটে দিতে। ম্যাচ চলাকালীনই উনি আমার চুল কেটে ছোট করে দেন। বলের সেলাই অনেক সময় উঠে আসে বা বেরিয়ে পড়ে। তখন আম্পায়াররা কাঁচি দিয়ে ওই সুতো কেটে দেন। সেই কারণে আম্পায়ারদের কাছে যে কাঁচি থাকে, তা আমি ভালো করেই জানতাম। তাই ডিকির কাছে যাই।'' উল্লেখ্য, দেশের হয়ে ১২৫টি টেস্টে ৩৪ টি শতরান সহ ১০১২২ রান রয়েছে সুনীল গাওস্করের। এখনও পর্যন্ত বিশ্বের আর কোনও ক্রিকেটার খেলার মাঝে চুল কাটাননি।


ক্রিকেট ছাড়ার পর সুনীল গাওস্কর বর্তমানে দীর্ঘদিন ধরেই ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। বেশ জনপ্রিয় মুখ তিনি। সুনীলের ছেলে রোহন গাওস্করও দেশের জার্সিতে খেলেছেন। যদিও সুনীলের মত জনপ্রিয় হয়ে উঠতে পারেননি তিনি। রোহন বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন। এরপর সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ভারতীয় দলের অধিনায়ক থাকাকালিন রোহনের দেশের জার্সিতে অভিষেক হয়। 


আরও পড়ুন: রােহিতদের নতুন হেডস্যার, নাইট কোচ ও ক্যাপ্টেন হিসেবেও একের পর এক সাফল্য পেয়েছিলেন গম্ভীর