নয়াদিল্লি:  বিরাট কোহলির নেতৃত্বে দল ভাল পারফর্ম করলেও ২০১৯ বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভারতের। প্রাক্তন ভারত অধিনায়ক তথা অন্যতম সেরা ক্রিকেটর সুনীল গাওস্করের মতে ভারতীয় দলের বিশেষ একটা ভুলের জন্য বিশ্বকাপ ঘরে আসেনি। ব্যাটিং অর্ডারে  উপযুক্ত চার নম্বর ব্যাটসম্যান বেছে নিতে পারলে ইতিহাস অন্যরকম হতো বলেও মনে করেন তিনি।


২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডকে ২৪০-এর মধ্যে বেঁধে ফেলেছিলেন। কিন্তু সেবার ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানেরা ব্যর্থ হয়েছিলেন। মিডল অর্ডার তেমন কিছু করতে পারেনি। আশা পূরণের ভার গিয়ে পড়ে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার উপর। কিন্তু ধোনির অপ্রত্যাশিত আউট সব আশায় জল ঢেলে দেয়।

২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে বহুবার চর্চা হয়েছে। কেন টিম পিছিয়ে পড়ল তা নিয়ে আলোচনা হলেই উঠে আসে চতুর্থস্থানে ব্যাটসম্যানের কথা। প্রাক্তন ভারত অধিনায়কের মতে,আমাদের যেটা প্রয়োজন হল চার, পাঁচ ও ছয় নম্বরে এমন একজনকে খোঁজা দরকার যে খুব ভালো ব্যাটসম্যান। অন্যথায় টপ অর্ডারে ব্যাট করতে পারে। ব্যাটিং অর্ডারের ১,২ ও ৩ নম্বর জায়গা নিয়ে বলার কিছু নেই। দলের এই ব্যাটসম্যানরা মাঝের ওভারগুলিতেও ব্যাটিং করে। ২০১৯-র বিশ্বকাপে উপযুক্ত চার নম্বর ব্যাটসম্যান না থাকাটা আমাদের ভুল হয়ে গিয়েছিল। চার নম্বরের উপযুক্ত ব্যাটসম্যান থাকলে বিশ্বকাপে ইতিহাস হয়ত অন্যরকম হত।

তাঁর আরও সংযোজন দুভার্গ্যজনক ভাবে ভারত এই নকআউট ম্যাচে প্রথম তিন জন ব্যাটসম্যান কম রানেই প্যাভিলিয়নে ফিরে যান। চার, পাঁচ ও ছয় নম্বরের ব্যাটসম্যান সেই ক্ষত পূরণ করতে পারেননি।

সুনীল গাওস্করের কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে সুরেশ রায়নার কথাতেও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওই ক্রিকেটরের কথায় চতুর্থ স্থানে সবচেয়ে ভাল হত রায়াদুকে নামালে। তার আগেই চেন্নাইতে দারুণ খেলেছিল রায়াডু। কিন্তু তা হয়নি।