অ্যাডিলেড: ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ভারতীয় দল। বিশ্বকাপ ব্যর্থতার ২৪ ঘণ্টাও পার হয়নি, ইতিমধ্যেই ভারতের সম্ভাব্য ভবিষ্যত অধিনায়ককে বেছে নিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। প্রাক্তন ভারতীয় অধিনায়কের মতে এই ব্যর্থতার পরে অনেকেই নাকি অবসর ঘোষণা করতে পারেন।
ভবিষ্যত অধিনায়ক
ভারতের পরবর্তী অধিনায়কের বিষয়ে কথা বলতে গিয়ে গাওস্কর বলেন, 'প্রথমবার অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই আইপিএল জেতার ফলে কিন্তু হার্দিক পাণ্ড্য পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে থাকবেনই। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) নিঃসন্দেহে ভবিষ্যতে দলের দায়িত্ব নেবেন এবং এই ব্যর্থতার পরে অনেকেই কিন্তু অবসর ঘোষণাও করতে পারেন। খেলোয়াড়রা নিজেদের ভবিষ্যত নিয়ে নিশ্চয়ই গভীর চিন্তাভাবনা করবে।দলে ৩০-র মাঝামাঝি বয়সের অনেক খেলোয়াড়েরই রয়েছেন। ওরা ভারতের টি-টোয়েন্টি দলে নিজেদের জায়াগা নিয়ে ভাবনাচিন্তা করবে।'
পাণ্ড্য গুজরাত টাইটান্সের হয়ে প্রথমবার আইপিএলে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়ে খেতাব জিতে নিয়েছিলেন। অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সেও তেমন কোনও প্রভাব ফেলেনি। হার্দিক আইপিএলে ৪৪.২৭ গড়ে মোট ৪৮৭ রান করেছিলেন। তার পাশাপাশি বল হাতেও আট উইকেট নিয়েছিলেন হার্দিক। ভারতীয় দলের হয়েও ইতিমধ্যেই অধিনায়কত্ব করার অভিজ্ঞতা হয়ে গিয়েছে হার্দিকের। ভারতীয় দলের আয়ার্ল্যান্ড সফরে দুই টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ফের একবার হার্দিককে ভারতীয় অধিনায়কের ভূমিকায় দেখা যাবে।
হার্দিকের প্রতিক্রিয়া
এবারও আইসিসি ট্রফি জেতা হয়নি টিম ইন্ডিয়ার। তবে বিশ্বকাপে জয়ের জন্য সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই দারুণভাবে উপভোগ করেছেন বলেই জানান হার্দিক। তিনি লেখেন, 'এই পরাজয়টা আমাদের সকলের পক্ষেই মেনে নেওয়াটা খুব কঠিন। আমি ভীষণ হতাশ। তবে সতীর্থদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার দারুণ এক বন্ধন গড়ে তুলেছি- প্রতিটি পদক্ষেেপে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আমাদের সাপোর্ট স্টাফদের মাসের পর মাস ধরে অক্লান্ত পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ।'
এরপরেই দলের সমর্থকদের উদ্দেশ্যেও বার্তা দেন হার্দিক। 'আমাদের সমর্থকরা যারা সবসময় সব পরিস্থিতিতে আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবার সাফল্য পাইনি বটে। তবে আমরা নিজেদের ভুলত্রুটিগুলি খতিয়ে দেখব এবং লড়াই চালিয়ে যাব।'
আরও পড়ুন: সেমিফাইনালে হারের হতাশা থেকে শিক্ষা নিয়ে উন্নতি করবে দল, আশাবাদী কোহলি