অ্যাডিলেড: ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০ উইকেটে হেরে ভারতীয় দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান সমাপ্ত হয়েছে। ফের একবার বিশ্বখেতাব অধরাই রয়ে গিয়েছে। সেমিফাইনালে ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। দুর্দিনে দলের পাশে থাকার বার্তা দিয়েছেন সচিন তেন্ডুলকর, যুবরাজ সিংহরা। এবারে মুখ খুললেন দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলিও (Virat Kohli)। হতাশার মাঝেও নতুনভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিলেন বিরাট।


বিরাটের অঙ্গীকার 


প্রাক্তন ভারতীয় অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমার নিজেদের লক্ষ্যপূরণ না করতে পেরে, একরাশ হতাশা নিয়ে অস্ট্রেলিয়া ছাড়তে চলেছি। তবে দলগতভাবে আমরা এখান থেকে অনেক স্মৃতি সঙ্গে নিয়ে ফিরছি। এই অবস্থান থেকে নিজেদের উন্নতি করাই আমাদের লক্ষ্য। আমাদের সমর্থনে প্রত্যেকটি ম্যাচেই গ্যালারিভর্তি করার জন্য সমর্থকদের অনেক অনেক ধন্যবাদ। এই জার্সি গায়ে চাপিয়ে দেশের হয়ে মাঠে নামতে পারায় সবসময়ই গর্ব হয়।' ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ব্যর্থ হলেও, গোটা টুর্নামেন্ট জুড়েই কথা বলেছে বিরাটের ব্যাট।


 






দুরন্ত বিরাট


কোহলিই বর্তমান বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। মোট ২৯৭ রান করেছেন তিনি। সেমিফাইনালে ভারত মুখ থুবড়ে পড়লেও, ব্যক্তিগতভাবে কালই অ্যাডিলেডে জোড়া রেকর্ড গড়ে ফেলেছেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করে ফেললেন কোহলি। ভারত প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে। চার হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূরণ করতে ৩১ রানের প্রয়োজন ছিল কোহলির। তিনি এদিন ৫০ রানে থামলেন।


অ্যাডিলেডে বরাবরই বিরাটের ব্যাট কথা বলে, তা টেস্ট হোক, ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি। অ্যাডিলেডে বিশ ওভারের তিন ম্যাচ খেলে তিনবারই অর্ধশতরান করেছেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও সেই ধারা অব্যাহত রইল। ৫০ রানের এই ইনিংসের সুবাদেই বিরাট অ্যাডিলেডে সর্বোচ্চ রান করা বিদেশি ব্যাটারের রেকর্ড নিজের নামে করে ফেললেন। ভাঙলেন আরেক কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড। বিরাট ১১ ম্যাচে ১৫টি ইনিংস খেলে অ্যাডিলেডে মোট ৯৫৭ রান করেছেন বিরাট, গড় ৭৩.৬১। এই পাঁচটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন বিরাট। 


আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হতাশাজনক হারের পর সমর্থকদের বার্তা দিলেন হার্দিক