কলকাতা: টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারতীয় দল। পুরো সময়ের অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল দারুণ শুরু করেছে। তবে এই জয়ের মাঝেও অধিনায়ক রোহিত শর্মার জন্য নতুন চ্যালেঞ্জের কথা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। কিংবদন্তি ক্রিকেটার বলেছেন যে, ভবিষ্যতে খেলোয়াড়দের ফিটনেস সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে টিম ইন্ডিয়ার।


ভারতীয় দলের আসন্ন চ্যালেঞ্জ সম্পর্কে গাওস্কর বলেছেন, ‘আমার মতে সবচেয়ে বড় অসুবিধা হবে খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে ফিট রাখা। শুধু টিম ইন্ডিয়া নয়, বিশ্বের সব দলই এই সময়ে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলবে।’ গাওস্কর যোগ করেছেন, ‘আইপিএল চলবে দুই মাস। তার পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে ভারতকে। তারপরে টিম ইন্ডিয়াকে ইংল্যান্ডে গিয়ে টেস্ট, টি-টোয়েন্টিও খেলতে হবে। তারপর গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। এখন এটাই হবে অধিনায়ক রোহিত শর্মা ও টিম ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা।’ 


প্রসঙ্গত, ২০২২ সালের শুরু থেকে টিম ইন্ডিয়ার ঠাসা ক্রীড়াসূচি। একটানা ক্রিকেট খেলতে হচ্ছে ভারতীয় দলকে। দক্ষিণ আফ্রিকায় সিরিজ শেষ হওয়ার পর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। কয়েকদিনের মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ শুরু হবে। এর পর আইপিএল খেলতে হবে। অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়ের সামনে চ্যালেঞ্জ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কীভাবে খেলোয়াড়দের ফিটনেস বজায় রাখা যায়।


রাহুল দ্রাবিড়ও এই বিষয়ে তাঁর মতামত দিয়েছেন। জাতীয় দলের হেড কোচ বলেছেন যে, আমাদের চেষ্টা হচ্ছে প্রত্যেক খেলোয়াড় যেন সুযোগ পায়, যাতে কিছু খেলোয়াড় ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম পায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বিরাট কোহলি, ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই দুই ক্রিকেটারকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে দেখা যাবে না। টানা ক্রিকেট খেলার ধকল কাটাতে দুই তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। পন্থের পরিবর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে।