মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের জন্য ভারতের যে দল বেছে নেওয়া হয়েছে, তাতে অখুশি প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তাঁর কটাক্ষ, এখন ফর্মের চেয়ে চুলের বাহারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই অনেক ভাল ক্রিকেটারকে বাদ পড়তে হয়েছে। দলে সুযোগ পেতে হলে তাঁদের বোধহয় চুলের কায়দা বদল করতে হবে এবং ট্যাটু করতে হবে।


শ্রীলঙ্কা সফরে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। টেস্ট সিরিজে ৩-০ জয় পাওয়ার পর একদিনের সিরিজেও ৪-০ এগিয়ে বিরাট কোহলির দল। আজ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ চলছে। ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কোনও মন্তব্য না করলেও, প্রথম চারটি ম্যাচে অজিঙ্ক রাহানের সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন গাওস্কর। ভুবনেশ্বর কুমার, কেদার, যাদব, যুজবেন্দ্র চাহালরাও সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে, লোকেশ রাহুলের বদলে রাহানের সুযোগ পাওয়া উচিত।

বিরাট থেকে শুরু করে হার্দিক পাণ্ড্য, রাহুলরা চুলের নিত্য-নতুন বাহার, ট্যাটু করান। তাঁরা সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয়। বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের এই জীবনযাত্রা গাওস্করের না-পসন্দ। সেই কারণেই তিনি ক্ষোভ উগরে দিয়েছেন।