বেঙ্গালুরু: নবম আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে হারায় তারা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়ার্নার বাহিনী। শুরুতেই লড়াকু মনোভাব নিয়ে খেলতে থাকেন ওয়ার্নার-ধাওয়ান জুটি। ওয়ার্নারের ৩৮ বলে ৬৯ রান, যুবরাজ ২৩ বলে ৩৮ রান এবং বেন কাটিংয়র ১৫ বলে ৩৯ রানের দৌলতে ২০৮ রান করে এসআরএইচ। ক্রিস জর্ডন পান ৩ উইকেট। এরপর ব্যাট করতে নেমে দারুন শুরু করে গেইল-কোহলি জুটি। ৩৮ বলে ৭৪ রানে গেইল এবং ৩৫ বলে ৫৪ রানে কোহলি আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে আরসিবি ব্যাটিং লাইন-আপ। অসাধারন বোলিং করেন কাটিং, ভুবনেশ্বররা। অবশেষে ফাইনালের তুল্যমূল্য লড়াই জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। নতুন চ্যাম্পিয়ন পায় আইপিএল ৯।