মুম্বই: করোনাভাইরাস ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও, কাকে এই আর্থিক অনুদান দেওয়া হল, তা স্পষ্ট করেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই দলটি। যদিও, দলের তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এই কাজের প্রশংসা করে লিখেছেন, খুব ভাল, দারুন করেছ সানরাইজার্স।
<
/code>
করোনাফভাইরাস মহামারীর মোকাবিলায় এগিয়ে এসেছেন বহু ক্রিকেটার। অনেকেই এই সঙ্কটের মোকাবিলায় আর্থিক অনুদান করেছেন। এখনও পর্যন্ত ভারতে ১৬৬ জন প্রাণ হারিয়েছেন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে। যেমন সুরেশ রায়না দিয়েছেন ৫২ লক্ষ টাকা।
দুই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর দিয়েছেন ৫০ লক্ষ টাকা করে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দিয়েছে ২৫ লক্ষ। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ব্যক্তিগতভাবে দিয়েছেন ৫ লক্ষ। আর্থিক অনুদান দিয়েছে মহারাষ্ট্র ও সৌরাষ্ট্র ক্রিকেট বোর্ডও।
এর আগে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দেওয়ার অঙ্গীকার করেছে সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বোর্ডের তরফে বলা হয়, কোভিড-১৯ হল এই মুহূর্তে দেশের একনম্বর জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতি। বিসিসিআই দায়বদ্ধ যাতে এই কঠিন সময়ে দেশ সবরকমের সহায়তা পায়।