আইপিএল শুরু ৫ এপ্রিল, প্রথম ম্যাচ ও ফাইনাল হায়দরাবাদে
Web Desk, ABP Ananda | 15 Feb 2017 08:49 PM (IST)
নয়াদিল্লি: দশম আইপিএল শুরু হচ্ছে ৫ এপ্রিল। ফাইনাল ২১ মে। প্রথম ম্যাচে ঘরের মাঠে গতবারের রানার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনাল ম্যাচও হবে হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে। এবারের আইপিএল ১০টি ভিন্ন মাঠে হবে। ২০১১ সালের পর এই প্রথম ইন্দৌরে খেলা হবে। কোয়ালিফায়ার ও এলিমিনেটর কোন মাঠে হবে, সেটা এখনও ঘোষণা হয়নি। কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে ৭ এপ্রিল রাজকোটে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে।