মুম্বই: দলের মেন্টর সচিন তেন্ডুলকরের জন্মদিনে জয় উপহার দিতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে হেরে গেল মুম্বই। তারকা বোলার ভূবনেশ্বর কুমারকে ছাড়াই নেমেছিল কেন উইলিয়ামসনের দল। এরপরও জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যে পৌঁছতে পারল না মুম্বই। ১৮.৫ ওভারে মাত্র ৮৭ রানে অল আউট হয়ে গেল রোহিত শর্মার দল। আইপিএলের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার কোনও ম্যাচে ২০ টি উইকেট পড়ল।
তৃতীয় স্থানে হায়দরাবাদ
ষষ্ঠ ম্যাচ ৩১ রানে জিতে ৮ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ। মুম্বই মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে।
শুরুতেই ব্যাটিং বিপর্যয় মুম্বইয়ের
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বইয়ের শুরুটা খুবই খারাপ হল। ২১ রানের মধ্যেই এভিন লুইস (৫), ইশান কিষাণ (০) এবং অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় মুম্বই। পাওয়ার প্লে-তে দল মাত্র ২২ রানই তুলতে পারে।
চতুর্থ উইকেটে সূর্যকুমার যাদব ও ক্রুনাল পান্ড্য একটা চেষ্টা করেছিলেন। দুজনের জুটিতে ৪০ রান যোগ হয়। কিন্তু রশিদ খানের বলে ২৫ রান করে ক্রুনাল ফিরতেই ফের বেহাল মুম্বই। ৩৪ রান করে সন্দীপ শর্মার বলে আউট হয়ে যান সূর্যকুমারও।
১৪ রানে ছয় উইকেট
এটা কোনও বোলারের স্পেল নয়, মুম্বইয়ের লোয়ার ব্যাটিং অর্ডারের পতন। ৭৩ রানে মুম্বইয়ের পঞ্চম উইকেট পড়ে। কায়রন পোলার্ড আউট হন। এরপর ৭৭ রানে সূর্যকুমার, ৭৮ রানে মিচেল ম্যাকক্লিনেঘন, ৮০ রানে ময়াঙ্ক মারকন্ডে আউট হন। ৮১ রানে আউট হন হার্দিক পান্ড্য। ৮৭ রানে আউট মুস্তাফিজুর রহিম।
হায়দরাবাদের হয়ে সিদ্ধার্থ কউল সবচেয়ে বেশি ৩ টি এবং রশিদ খান ও বাসিল থাম্পি দুটি করে উইকেট নেন। সাকিব আল হাসান, মহম্মদ নবি এবং সন্দীর শর্মা নেন একটি করে উইকেট।
মঙ্গলবার ঘরের মাঠে শুরু থেকেই তাই আঁটসাঁট বোলিং করে সানরাইজার্স হায়দরাবাদকে ১১৮ রানের বেশি তুলতে দেয়নি মুম্বই। দলের হয়ে ম্যাকক্লিনেঘন, ময়ঙ্ক, হার্দিক ২ টি করে উইকেট নেন। মুস্তাফিজুর ও জসপ্রিত বুমরাহ একটি করে উইকেট নেন।
হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি ৩৩ বলে ২৯ রান করেন ইউসুফ পাঠান।
ঘরের মাঠে সানরাইজার্সের কাছে হার, ৮৭ তেই অলআউট মুম্বই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2018 07:41 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -