কেরল: দুই দল মুখোমুখি হলেও তা নেহাতই প্রদর্শনী ম্যাচের মতো। মঙ্গলবার হিরো সুপার কাপের গ্রুপ পর্বে এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে ম্যাচ সে রকমই অবস্থায় হতে চলেছে। দুই দলকেই টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠে পড়েছে জামশেদপুর এফসি। ফলে এই ম্যাচে মাঠে নামতে হয় বলে নামা দুই দলের।


তবে ফুটবল মাঠে গোয়া ও কলকাতার মধ্যে যেহেতু বরাবরই একটা রেশারেশি রয়েছে, তাই এই ম্যাচ কিছুটা হলেও সন্মানরক্ষার ম্যাচ। তবে এই ম্যাচকে অন্য ভাবে কাজে লাগাতে পারে এটিকে মোহনবাগান। আগামী ৩ মে তাদের এএফসি কাপের বাছাই পর্বে যোগ্যতা অর্জনের জন্য প্লে অফ ম্যাচে খেলতে হবে হায়দরাবাদ এফি-র বিরুদ্ধে। সেই ম্যাচের প্রস্তুতি তারা সেরে নিতে পারে এই ম্যাচে।


নিয়মরক্ষার ম্যাচ হলেও সেরা দলই নামাবেন বলে ভেবে রেখেছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। এমনিতে এই ম্যাচে তিনি পাবেন না দলের অধিনায়ক প্রীতম কোটালকে। তিনি ব্যক্তিগত কারণে এই ম্যাচের জন্য অনেক আগে থেকেই ছুটি নিয়েছেন। তাই রক্ষণে দুই বিদেশিকে ব্রেন্ডান হ্যামিল ও স্লাভকো দামিয়ানোভিচকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে।


গোকুলাম এফসি-র বিরুদ্ধে পাঁচ গোল দিয়ে হিরো সুপার কাপ অভিযান শুরু করার পরে জামশেদপুরের তিন গোল খেয়ে হেরে যায় তাঁর দল। এমন অপ্রত্যাশিত ফলের পর এফসি গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে কি না হিরো আইএসএলের নক আউট চ্যাম্পিয়নরা, সেটাই দেখার।


চলতি মরশুমে শেষবার মুখোমুখিতে এফসি গোয়ার কাছে কার্যত নাস্তানাবুদ হয়ে হার মানতে হয় কলকাতার দলকে। গোয়ার ফতোরদায় তাদের ঘরের মাঠে সে দিন ৩-০-য় জেতে এফসি গোয়া। তবে ফিরতি লিগে ২-১-এ জিতে সেই হারের বদলা নিয়ে নেয় সবুজ-মেরুন শিবির।


এফসি গোয়ার কোচ কার্লোস পেনাও আশাবাদী, এই ম্যাচে ভাল লড়াই-ই হবে। ম্যাচের আগের দিন তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটকে বলেন, “দুই দলের কাছেই এটা কঠিন ও লড়াইয়ের ম্যাচ হতে চলেছে”। হিরো আইএসএলে লিগ টেবলে সাত নম্বরে থেকে শেষ করার পরে তিনি মরশুমের শেষ ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান।


এএফসি-র ক্লাব টুর্নামেন্টে এই এফসি গোয়ার দলকে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে হুয়ান ফেরান্দোর। তিনি জানেন এই স্তরের টুর্নামেন্টের আগে প্রস্তুতি নিতে হয় কী ভাবে। তাই স্বাভাবিক ভাবেই তিনি চাইবেন ৩ মে হায়দরাবাদের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচ জিতে যাতে আত্মবিশ্বাসের স্তর কিছুটা হলেও উঁচুতে ওঠে। শেষ পর্যন্ত তাঁর এই ইচ্ছাপূরণ হবে কি না, সেটাই বোঝা যাবে আজ রাতে।