- এই শর্ত অনুসারে, প্রথম সুপার ওভারে যে ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন ও আউট হবেন, তাঁরা পরের সুপার ওভারে ব্যাটিং করতে পারবেন না।
- প্রথম সুপার ওভারে যে বোলাররা বল করেছেন, তাঁরা পরের সুপার ওভারে বোলিং করতে পারবেন না। দ্বিতীয় সুপার ওভারে এক্ষেত্রে অন্য ব্যাটসম্যান ও বোলার বেছে নিতে হবে।
- ব্যতিক্রমী ক্ষেত্রে (যেমন, নির্দিষ্ট সময়ে আলো বন্ধ করার প্রয়োজনীয়তা) আইপিএল ম্যাচ রেফারি কতগুলি সুপার ওভার খেলা হতে পারে, তার সীমা বেঁধে দিতে পারেন এবং প্রথম সুপার ওভার শুরুর আগে এ ব্যাপারে দুই দলের অধিনায়কদের জানিয়ে দেবেন।
IPL 2020: দ্বিতীয় সুপার ওভারও টাই হলে কীভাবে হত হার-জিতের ফয়সালা? দেখুন কী নিয়ম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2020 02:42 PM (IST)
গতকাল আইপিএলের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকরা। মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাবের এই ম্যাচের পাল্লা বারেবারেই দুলেছে। দুটি দলই নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রান করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথম সুপার ওভারেও কিন্তু ম্যাচের নিষ্পত্তি হল না। উত্তেজনার পারদ আরও বাড়িয়ে প্রথম সুপার ওভারের খেলায় দুই দলেরই স্কোর হয় পাঁচ।
নয়াদিল্লি:গতকাল আইপিএলের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকরা। মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাবের এই ম্যাচের পাল্লা বারেবারেই দুলেছে। দুটি দলই নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রান করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথম সুপার ওভারেও কিন্তু ম্যাচের নিষ্পত্তি হল না। উত্তেজনার পারদ আরও বাড়িয়ে প্রথম সুপার ওভারের খেলায় দুই দলেরই স্কোর হয় পাঁচ। নিয়মের বদলের কারণে প্রথম সুপার ওভার টাই হওয়ার পর দেখা গেল দ্বিতীয় সুপার ওভার। এই দ্বিতীয় সুপার ওভারে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় পায় কিংস ইলেভেন পঞ্জাব। গত বছর আইসিসি একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ টাই হয়েছিল। এরপর সুপার ওভারও টাই হওয়ার পর বেশি বাউন্ডারি যে দল মেরেছে, সেই দলকে জয়ী ঘোষণা করা হয়। এই নিয়ম নিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছিল। এ কারণে সেই নিয়মের বদল হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, দুই দলের স্কোর সমান হলে সুপার ওভারের খেলা হবে। সুপার ওভার টাই হলে আরও একটি সুপার ওভার খেলা হবে। কোনও একটি দল জয়ী না হওয়া পর্যন্ত সুপার ওভারের খেলা হবে। যদিও সুপার ওভারে বেশ কিছু শর্ত রয়েছে।