নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ম্যাচে ভারত ৩২ রানে হেরে গিয়েছে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩১৩ রান করে। জবাবে ভারত ২৮১ রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক বিরাট কোহলি ছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করতে পারেননি।


বিরাট কোহলি শুধু তাঁর একদিনের ক্রিকেট কেরিয়ারের ৪১ তম শতরানই করেননি, সেইসঙ্গে গত দুই বছর ধরে সেঞ্চুরির ধারাবাহিকতায় নিজেকে যে জায়গায় নিজেকে তিনি নিয়ে গিয়েছেন, তা এক কথায় চমকে দেওয়ার মতো।

২০১৭ থেকে গতকালের ম্যাচ পর্যন্ত একদিনের ক্রিকেটে মোট ১৫ টি শতরান করেছেন কোহলি। গত দুই বছরে তিনি যতগুলি সেঞ্চুরি করেছেন,এই সময় পর্বে অন্য কোনও ব্যাটসম্যান তো বটেই, চারটি দেশের দেশের সব ব্যাটসম্যানের মিলিত সেঞ্চুরির সংখ্যাও তার চেয়ে বেশি নয়।

দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটসম্যানদের ২০১৭ থেকে এ পর্যন্ত কোহলির সমসংখ্যক ১৫ টি সেঞ্চুরি রয়েছে।পাকিস্তানের ১৪ শতরান । এরপর রয়েছে বাংলাদেশ। ২০১৭ থেকে এ পর্যন্ত তাদের সব ব্যাটসম্যানদের সেঞ্চুরির সংখ্যা ১৩ টি। ওয়েস্ট ইন্ডিজের ১২ টি এবং পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের শতরানের সংখ্যা ১০। এই তালিকায় কোহলির চেয়ে এগিয়ে ইংল্যান্ড (২৮) এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড (১৬ টি করে)। সবার ওপরে ভারত। কোহলির পাশাপাশি রোহিত শর্মার ১২ টি শতরানের সুবাদে ওই সময় পর্বে ভারতের মোট শতরানের সংখ্যা ৩৭।

শুধু তাই নয়, ওডিআই বাদ দিয়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটে মিলিয়েও শতরানের সংখ্যায় ২০১৭ থেকে কোনও কোনও দলকেও পিছনে ফেলে দিয়েছেন কোহলি। ২০১৭ থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে তাঁর শতরানের সংখ্যা ২৫। ওই সময় পর্বে এই তালিকায় কোহলির পর রয়েছে পাকিস্তান। তাদের ব্যাটসম্যানদের সম্মিলিত শতরানের সংখ্যা ২৪।