রিও-র হারের বদলা, মারিনকে হারিয়ে ইন্ডিয়া ওপেন জয় সিন্ধুর
Web Desk, ABP Ananda | 02 Apr 2017 08:27 PM (IST)
নয়াদিল্লি: রিও-র বদলা নয়াদিল্লিতে। ইন্ডিয়া ওপেনের ফাইনালে ক্যারোলিনা মারিনকে স্ট্রেট গেমে হারিয়ে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। সিন্ধুর পক্ষে খেলার ফল ২১-১৯, ২১-১৬। প্রথম গেমে লড়াই হলেও, দ্বিতীয় গেমে ছিল শুধুই সিন্ধুর দাপট। গত বছরের ১৯ আগস্টের সন্ধ্যেটা কিছুতেই যেন ভুলতে পারছিল না ভারতবাসী। প্রথম গেম জিতেও বাকি দুটি গেমে অসহায় আত্মসমর্পণ! হোক না প্রতিপক্ষ বিশ্বের ১ নম্বর। তবুও ঘরের মেয়ে সিন্ধুর আত্মবিশ্বাসী স্ম্যাশগুলো তো সোনার স্বপ্ন দেখিয়েছিল ভারতকে! মারিনের কাছে হেরে সিন্ধুর সোনা হাতছাড়া হওয়ার পর হতাশ হয়েছিল আসমুদ্র হিমাচল। ৭ মাস পর মধুর প্রতিশোধ। ইন্ডিয়া ওপেনের ফাইনালে মারিনকে হারিয়ে চ্যাম্পিয়ন সিন্ধু। তাও আবার স্ট্রেট গেমে! এদিন নয়াদিল্লিতে ফাইনালে স্প্যানিশ শাটলার প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই করলেও, দ্বিতীয় গেমে তো স্প্যানিশ ব্যাডমিন্টনের অসহায় আত্মসমর্পণের বিজ্ঞাপন দেখল গোটা দুনিয়া। সিন্ধুর একেকটা স্ম্যাশ যখন মারিনের কোর্টে আছড়ে পড়ছে, তখন স্প্যানিশ তারকা কোর্টে ভূপতিত হচ্ছেন বারবার! এভাবেই প্রতিপক্ষকে ঘায়েল করে চ্যাম্পিয়ন হলেন সিন্ধু।