নয়াদিল্লি : কাল সুপ্রিম কোর্টে (Supreme Court) এআইএফএফ মামলার শুনানি। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জানাল শীর্ষ আদালত। জানানো হয়েছে, ‘আগামীকালের মামলায় তালিকাভুক্ত এআইএফএফ শুনানি’। ফিফার তরফে এআইএফএফকে নির্বাসিত করার খবর সুপ্রিম কোর্টে জানিয়ে 'গুরুত্বপূর্ণ ঘটনাক্রম'কে দ্রুত নজর দেওয়ার আবেদন জানান সলিসিটার জেনারেল। ভারতীয় ফুটবলের পক্ষে দ্রুত ব্যবস্থা না নিলে কী কী সমস্যা হতে পারে, সে সম্পর্কেও শীর্ষ আদালতকে ওয়াকিবহাল করেন তিনি। যার পরই আগামীকাল এআইএফএফ মামলার শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট।


ফিফার তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, AIFF-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই নির্বাসিত করা হচ্ছে এআইএফএফকে (AIFF)। কয়েক মাস আগেই AIFF-এর সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের প্রশাসক কমিটি গড়ে দেয় সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। সেই কারণেই প্রশাসক কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ফিফা।


চলতি বছরের ১১-৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ। নির্বাসনের জেরে ফিফার এই নির্বাসনের ফলে বিশ্বকাপ ঘিরেও তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি  নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এই নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।


ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফা আশাবাদী, দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশাবাদী ফিফা (FIFA)।



নির্বাসন বহাল থাকলে কী কী সমস্যা ভারতীয় ফুটবলে



  • ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতে নির্ধারিত অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপও স্থগিত হবে।

  • আপাতত কোনও আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় ফুটবল দল।

  • ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতীয় ফুটবল দলের র‍্যাঙ্কিং ফের শূন্য থেকে শুরু হবে।

  • কোনও ক্লাবই কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে না ।

  • যে বিদেশি ফুটবলাররা ইতিমধ্যেই সই করেছেন, তাঁরা অন্য কোনও দেশে খেলতে পারবেন না।


আরও পড়ুন- 'নির্বাসনে' স্তম্ভিভ, লজ্জিত ফুটবলভক্তরা, ফিফায় আবেদন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি