মুম্বই: আগামীকাল বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া দল (Australia Cricket Team)। প্যাট কামিন্সদের (Pat Cummins) বিরুদ্ধে নামার আগে রোহিত (Rohit Sharma) বাহিনীকে উদ্বুদ্ধ করতে ২০১১ বিশ্বকাপের সময় সচিন তেন্ডুলকরের পেপটকের প্রসঙ্গ টেনে আনলেন সুরেশ রায়না। সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারতীয় দল


আজ থেকে ১২ বছর আগে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই টুর্নামেন্টে অজিদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্য়াচে যুবরাজের সঙ্গে জুটি বেঁধে ৭৪ রান বোর্ডে যোগ করেছিলেন রায়না। নিজে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। রায়না বলছেন, ''আমার মনে আছে। সেদিন গোটা স্টেডিয়াম চিৎকার করছিল আমি ব্যাট করতে নামছিলাম যখন। সচিন পাজি আমার পাশেই বসেছিলেন। তিনি আমাকে বললেন যে খেলাটা যতটা গভীর পর্যন্ত টেনে নিয়ে যাওয়ায় যায়, চাপমুক্ত হয়ে খেলতে বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি পারব ম্যাচটা ভারতকে জেতাতে। আর তাছাড়া সেই সময় আমি ১০০ ওয়ান ডে ম্যাচ খেলে ফেলেছিলাম। ওই গুরুত্বপূর্ণ সময় কীভাবে খেলতে হয়, আমি জানতাম।'' প্রাক্তন বাঁহাতি তারকা আরও বলেন, ''এশিয়া কাপ জয় সবসময়ই স্পেশাল। কিন্তু বিশ্বকাপের মঞ্চ একেবারেই আলাদা। গোটা ভারত তাকিয়ে রয়েছে দলটার দিকে। ২০১১-র থেকে কিছুটা আলাদা এবারের বিশ্বকাপ। তখনের সময় অত সোশ্য়াল মিডিয়া ছিল না। কিন্তু এখন প্রত্য়েক ক্রিকেটারের নিজের ট্যুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। প্রত্যেকে চাপ অনুভব করতে পারে।''


অস্ট্রেলিয়া দল নিয়ে কথা বলতে গিয়ে রায়না বলছেন, ''অস্ট্রেলিয়া দলটি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। দলের প্রত্যেকেই অলরাউন্ডার প্রায়। বেশিরভাগ প্লেয়ারের আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে উইকেট সম্পর্কে তাঁরা খুব ভাল করেই জানেন। লড়াইটা হাড্ডাহাড্ডি হবে।''


এদিকে, আগামীকালের ম্যাচে গিলের পরিবর্তে ওপেনার হিসাবে খেলতে পারেন ঈশান কিষাণ। যাঁকে প্রথম একাদশে বিশ্বকাপের শুরুর দিকে অন্তত ভাবা হচ্ছিল না। তিনি বড় রান করে দিলে কী হবে, তা নিয়েও ধন্দ থাকছে। রোহিতের সঙ্গে কে এল রাহুলকে ওপেন করানো হবে কি না, তা নিয়েও চর্চা চলছে। আইপিএলে নিয়মিতভাবে ওপেন করেন রাহুল। তবে ঈশান নিজে ওপেনার হিসাবে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন। অন্যদতিকে রাহুল পাঁচ নম্বরে নেমে রান পাচ্ছেন। তাই হয়তো গিল না পারলে ঈশানই ওপেনার।