নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হল। চলতি টেস্ট সিরিজে যাঁরা খেলছেন, তাঁদের অনেকেই একদিনের দলে নেই। চোটের জন্য দুই ওপেনার শিখর ধবন ও লোকেশ রাহুল এবং মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার আগেই ছিটকে গিয়েছিলেন। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা এবং পেসার মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে এসেছেন সুরেশ রায়না, যশপ্রীত বুমরাহ, মনদীপ সিংহ ও কেদার যাদব।
নতুন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ বৃহস্পতিবার এই দল ঘোষণা করেছেন। রায়না এক বছর পর ভারতের একদিনের দলে সুযোগ পেলেন। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। তারপর এই প্রথম একদিনের দলে এলেন তিনি। ওপেনার মনদীপ সিংহকে দলে রাখা হয়েছে। জিম্বাবোয়ে সফরের দলে না থাকলেও, এবার সুযোগ পেয়েছেন পেসার উমেশ যাদব। প্রসাদ জানিয়েছেন, গৌতম গম্ভীরের নাম নিয়ে আলোচনা হয়েছিল। তবে তাঁরা মনদীপকে তৈরি করতে চাইছেন। সেই কারণেই গম্ভীরকে দলে রাখা হয়নি।
১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। প্রথম ম্যাচ ধর্মশালায়। ২০ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচ মোহালিতে (২৩ অক্টোবর)। পরের দুটি ম্যাচ রাঁচি (২৬ অক্টোবর) ও বিশাখাপত্তনমে (২৯ অক্টোবর)।
ঘোষিত ভারতীয় দল- মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, মণীশ পাণ্ডে, সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, যশপ্রীত বুমরাহ, ধবল কুলকার্নি, উমেশ যাদব, মনদীপ সিংহ ও কেদার যাদব।
এক বছর পর একদিনের দলে রায়না
Web Desk, ABP Ananda
Updated at:
06 Oct 2016 07:18 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -