ঢাকা: একদিনের সিরিজের আগে নিরাপত্তার বিষয়ে ইংল্যান্ড দলের আশঙ্কা দূর করার লক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে যুদ্ধের মহড়া সেরে রাখল বাংলাদেশের সেনাবাহিনী। আগামীকাল থেকে শুরু হচ্ছে বহুচর্চিত এই সিরিজ। তার আগে আজ শের-ই-বাংলা স্টেডিয়াম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। সেনা কম্যান্ডোরা হেলিকপ্টার থেকে দড়ির সাহায্যে মাঠের উপরে ঝুলতে থাকা জালের উপর নামেন। মাঠে জঙ্গি হামলা হলে কীভাবে ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে, তারই মহড়া চলে।

জুলাই মাসে ঢাকার গুলশনে হোলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে ইংল্যান্ড দলের আশঙ্কা রয়েছে। অনেক ক্রিকেটারই এই সফরে আসতে রাজি হননি। ইংল্যান্ডের একদিনের দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান সরে দাঁড়িয়েছেন। তাঁর বদলে বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জোস বাটলার।

আজ অবশ্য বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিভাগের প্রধান রেগ ডিকাসন। বাংলাদেশের সরকার ও সেনাবাহিনী ইংল্যান্ডের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।