চেন্নাই: স্বাধীনতা দিবসের দিন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত ক্রিকেট মহলকে হতচকিত করে দিয়েছিল। অনুরাগীদের আবেগবিহ্বল করে তুলেছিল মাহির সেই সিদ্ধান্ত। এর কিছুক্ষণ পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ধোনির দীর্ঘদিনের বন্ধু তথা প্রাক্তন সহ খেলোয়াড় সুরেশ রায়নাও। অবসরের জন্য ধোনি ১৫ অগাস্টের দিনটিকেই বেছে নিয়েছিলেন কেন, তা নিয়ে জল্পনা ছড়ায়। সেইসঙ্গে অবসরের সময় নিয়েও জোর আলোচনা শুরু হয়। এরইমধ্যে রায়না জানালেন, তিনি ও ধোনি কেন ১৫ অগাস্ট অবসর ঘোষণার সিদ্ধান্ত নিলেন। রায়না জানিয়েছেন, চেন্নাইয়ে পৌঁছেন যে ধোনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করবেন তা তিনি জানতেন। রায়না, ধোনি এবং সেই সঙ্গে পিযুষ চাওলা, দীপক চাহার ও কর্ণ শর্মা ১৪ অগাস্ট চেন্নাইয়ে অবতরণ করেন। এর পরের দিনই ধোনি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তাঁর অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর রায়নাও অবসর ঘোষণা করেন।
এবার রায়না ১৫ অগাস্টের সেই আবেগবিহ্বল রাতের ঘটনা নিয়ে মুখ খুললেন। তিনি বলেছেন, চেন্নাইয়ে পৌঁছনোর পর যে ধোনি অবসর ঘোষণা করবে, তা জানতাম। কাজেই আমি প্রস্তুত ছিলাম।
একটি সংবাদমাধ্যমকে রায়না বলেছেন, আমি, পিযুষ চাওলা দীপক চাহার, কর্ণ শর্মা চার্টার্ড প্লেনে রাঁচি পৌঁছই। ওই বিমানেই তুলে নেওয়া হয় ধোনি ও মোনু সিংহকে। অবসর ঘোষণার পর আমরা একে অপরকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। এরপর আমি, পিষুষ, অম্বাতি রায়ডু, কেদার যাদব ও কর্ণ একসঙ্গে বসেছিলাম এবং আমাদের কেরিয়ার ও সম্পর্ক নিয়ে প্রচুর কথা বলেছিলাম।
রায়না বলেছিলেন, শনিবার (১৫ অগাস্ট) অবসর নেওয়া নিয়ে আমরা মনস্থির করে ফেলেছিলাম। ধোনির জার্সির নম্বর ৭, আর আমার ৩। পাশাপাশি রাখলে তা হয় ৭৩। আর ১৫ আগস্ট ভারত স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ করল। তাই এর থেকে ভালো দিন আর হতে পারে না।
রায়না আরও বলেছেন, ধোনি ওর কেরিয়ার শুরু করেছিল ২৩ ডিসেম্বর (২০০৪) চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে। আমার অভিষেক হ. ৩০ জুলাই (২০০৫) শ্রীলঙ্কার বিরুদ্ধে। আমরা দুজনেই প্রায় একইসঙ্গে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলাম। একসঙ্গে সিএসকে-তে খেলেছি। তাই আমরা একসঙ্গে অবসর নিয়েছে এবং আইপিএলে একসঙ্গে খেলা চালিয়ে যাব।
তাঁর ও ধোনির অবসর ঘোষণা ১৫ অগাস্টে কেন, জানালেন সুরেশ রায়না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2020 08:27 PM (IST)
স্বাধীনতা দিবসের দিন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত ক্রিকেট মহলকে হতচকিত করে দিয়েছিল। অনুরাগীদের আবেগবিহ্বল করে তুলেছিল মাহির সেই সিদ্ধান্ত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -