নয়াদিল্লি: ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ফিল্ডারদের নিয়ে আলোচনা হলে জন্টি রোডসের নাম সবার আগে আসে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তীই এবার বর্তমান প্রজন্মের ফিল্ডারদের মধ্যে তাঁর পছন্দের সেরা পাঁচজনকে বেছে নিয়েছেন। তাঁদের মধ্যে এক নম্বরে সুরেশ রায়না। সে কথা জানতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভারতের এই ক্রিকেটার। তিনি ট্যুইটারে জন্টির উদ্দেশে লিখেছেন, ‘তুমি মাঠে সর্বোচ্চ মানদণ্ড স্থাপন করে সবসময় আমাকে অনুপ্রাণিত করেছো।’



আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে পছন্দের সেরা পাঁচ ফিল্ডারের নাম জানিয়েছেন রোডস। তিনি রায়নার বিশেষ প্রশংসা করে বলেছেন, ভারতের রুক্ষ মাঠেও বল ধরার জন্য লাফাতে দ্বিধাবোধ করেননি এই ফিল্ডার। সেই কারণেই রায়না সবার চেয়ে এগিয়ে। পাশাপাশি তিনি সব জায়গায় ভাল ফিল্ডিং করতে পারেন। এটাও তাঁকে এগিয়ে রাখছে।



রায়না ছাড়াও রোডসের পছন্দের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস, ইংল্যান্ডের পল কলিংউড ও দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স।