কিংস্টন: সাবাইনা পার্কের আর্দ্র উইকেটে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ায় আশ্চর্য হয়েছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন, ভারতের অধিনায়ক বিরাট কোহলি টসের সময়ই বলেছিলেন, উইকেট কিছুটা আর্দ্র। ভারত টসে জিতলেও হয়তো ব্যাটিং করারই সিদ্ধান্ত নিত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যা শক্তি তাতে প্রথমে ব্যাট করা আশ্চর্যজনক। ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় ক্যারিবিয়ানরা।


জামাইকা টেস্টের প্রথম দিন মাত্র ১৯৬ রানে অলআউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। এই নিয়ে ১৮ বার টেস্টে ৫ উইকেট নিলেন অশ্বিন। মাত্র ৭ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে মার্লন স্যামুয়েলস (৩৭) ও জার্মেইন ব্ল্যাকউড (৬২) প্রতিরোধ গড়ে তোলেন। ভারতের বোলারদের পাল্টা আক্রমণ করেন তাঁরা। এই দুই ব্যাটসম্যানকেই ফেরান অশ্বিন। এরপর ক্যারিবিয়ানদের ইনিংস বেশিদূর গড়ায়নি।

শুরুতে উইকেট হারানোর পর ব্ল্যাকউডের পাল্টা আক্রমণের ফলে খেলায় সমতা ফিরে এসেছিল বলেই মনে করেন অশ্বিন। তবে তাঁর মতে, শেষপর্যন্ত অভিজ্ঞতারই জয় হয়েছে। তিনি দুটি উইকেট নিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পেরেছেন। খেলা শুরু করার পর থেকেই তিনি এমন কিছু করতে চাইতেন, যে কৃতিত্ব অন্য খেলোয়াড় অর্জন করতে পারেননি। আজ তিনি সেই জায়গায় পৌঁছে গিয়েছেন। তবে এখানেই থেমে থাকা নয়, তিনি প্রতিদিন উন্নতি করতে চান।

ক্যারিবিয়ানদের অল্প রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারত এক উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে। তরুণ ওপেনার লোকেশ রাহুল ৭৫ রানে অপরাজিত। শিখর ধবনের (২৭) সঙ্গে ওপেনিং জুটিতে ৮৭ রান যোগ করেন রাহুল। দিনের শেষে তাঁর সঙ্গে ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা (১৮)।
রাহুলের প্রশংসা করে অশ্বিন বলেছেন, এই তরুণ খেলোয়াড় টেস্টে দুটি শতরান করেছেন। প্রথম শ্রেণির ম্যাচেও তিনি অনেক রান করেছেন। তাঁর ডাক নাম দেওয়া হয়েছে ‘রান মেশিন’। রাহুল ভাল ব্যাটসম্যান।