নয়াদিল্লি: বর্তমানে ক্রিকেটবিশ্বে যে ক্রিকেটাররা সবচেয়ে বেশি অর্থ রোজগার করেন, তাঁদের অন্যতম ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে তিনি ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলার জন্য বেশি বেতন পাবেন না। সামান্য বেতনই খেলতে হবে বিরাটকে। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে।


বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেছেন, ‘বিরাট সারের হয়ে খেলার জন্য বিপুল অর্থ পাবে, এই ধারণা পুরোপুরি ভুল। সারে বিরাটের বিমানের ভাড়া দেবে, থাকার ব্যবস্থা করবে এবং সামান্য ম্যাচ ফি দেবে। বিরাট নিজে কাউন্টি ক্রিকেট খেলার জন্য মুখিয়ে ছিল। বিসিসিআই-ও চাইছিল বিরাট কাউন্টি খেলতে যাক। তাই আর্থিক বিষয়টি আমাদের কাছে গৌণ ছিল। বিরাট কত টাকা পাবে, সেটা বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, কাউন্টিতে অন্যান্য ক্রিকেটারদের যে অর্থ দেওয়া হয়, সেটাই ওকে দেওয়া হয়। যে চুক্তি হয়েছে, তাতে সারে ও বিসিসিআই দু’পক্ষই লাভবান হয়েছে।’

মার্চেই জানা গিয়েছিল, ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে কাউন্টি ক্রিকেট খেলতে যেতে চান বিরাট। সারের সঙ্গে আলোচনা চালাচ্ছিল বিসিসিআই। গতকাল চুক্তি চূড়ান্ত হওয়ার কথা জানা গিয়েছে। সারের হয়ে ৬টি ম্যাচ খেলবেন বিরাট। এর মধ্যে তিনটি ম্যাচ ৫০ ওভারের এবং তিনটি চারদিনের। ১ জুন কেন্টের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবেন ভারতের অধিনায়ক। তিনি সতীর্থ হিসেবে পাবেন দক্ষিণ আফ্রিকার পেসার মর্নি মর্কেলকে। বিরাটের বিপক্ষ দলগুলিতে ডেল স্টেইন, কাইল অ্যাবট, ফিডেল এডওয়ার্ডস, টিম ব্রেসনান, লিয়াম প্লাঙ্কেটরা খেলতে পারেন। ফলে প্রস্তুতি ভালই হবে বলে আশা করছে বিসিসিআই। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলার পর ফের ইংল্যান্ডে গিয়ে ইয়র্কশায়ারের হয়ে বিরাটের দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলতে পারেন চেতেশ্বর পূজারা।