চেন্নাই : অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টানা দুটো একদিনের আন্তর্জাতিক ম্যাচে (One Day International Match) গোল্ডেন ডাক। কার্যত একইভাবে মিচেল স্টার্কের বলে টানা দু'বার শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav)। যে দুই ম্যাচের জেরে কিছুদিন আগেই দুরন্ত ছন্দে থাকলেও সূর্য-র ওডিআই ব্যাটিং গড় নেমে গিয়েছে ২৫.৪৭-এ। চোটের জেরে শ্রেয়স আইয়ার না থাকায় সূর্য-র কাছে দারুণ এক সুযোগ এসে গেলেও ৪ নম্বরে নেমে আপাতত নিজেকে মেলে ধরতে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন সূর্যকুমার যাদব। আগামী বছর ভারতের মাটিতেই বসছে একদিনের ক্রিকেটের বিশ্বকাপের আসর। যার বছরখানেক আগে সূর্যের ফর্মের তেজ হারালেও অবশ্য তাঁর পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তনীরা। পাশাপাশি তাঁকে দিয়েছেন পরামর্শও।
ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাসকার বলেছেন, 'কৌশলগত কিছু সমস্যা হচ্ছে সূর্য-র। ওঁর স্টান্সটাও খানিক ওপেন, যেটা টি২০ ক্রিকেটের জন্য দারুণ উপকারী হলেও একদিনের ক্রিকেটে খানিক ভোগাচ্ছে। ওডিআই ম্যাচের ক্ষেত্রে বল ঠিক জায়গায় পড়লে মারতে গিয়ে ব্যাট আড়াআড়ি চলে আসছে, যেটার জেরে ভুগতে হচ্ছে ওকে। আপাতত ব্যাটিং কোচের কাছে গিয়ে সমস্যাগুলো কাটানোর জন্য কাজ শুরু করা দরকার।'
সূর্যকুমারের যাদবের ফর্ম খারাপ গেলেও তাঁর ওপর সুনীল গাভাসকারের মতোই আস্থা রাখছেন দীনেশ কার্তিক। বলা ভাল, ভারতীয় টিম ম্যানেজমেন্টকে কার্তিকের বার্তা, সূর্যতেই আস্থা রাখতে। কার্তিকের সাফ বার্তা, 'একদিনের ম্যাচ বলেই শুধু নয়, যে কোনও ম্যাচেই ব্যাটসম্যান আউট হত এরকম বলের বিরুদ্ধে খেলতে হলে। দুর্দান্ত বোলিংয়ের বিরুদ্ধে আউট হয়েছে ও। শ্রেয়স আইয়ার চার নম্বর পজিশনে ভারতের এক নম্বর পছন্দ ও সেখানে ব্যাক-আপ অপশন হিসেবে সূর্যকে ভাবা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনে সূর্য আরও নিচে নেমেও খেলতে পারে। কারণ, প্রয়োজনে হার্দিক দায়িত্ব নিয়ে খেলতে পারে। সূর্য-র ক্ষেত্রে যদিও ও শেষ ১৪-১৮ ওভার খেলতে পায়, তাহলে সেক্ষেত্রে সূর্য-র থেকে ওঁর সেরাটা পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি।'
এখনও পর্যন্ত ২২ টি একদিনের ম্যাচে খেলেছেন সূর্যকুমার যাদব। ২৫ গড়ের সাহায্যে ৪৩৩ রান করেছেন তিনি। কয়েকটি অর্ধশতরান পেলেও- এক বছরের বেশি সময় ধরে একদিনের ক্রিকেটে কোনও ম্যাচে পঞ্চাশের বেশি রান পাননি সূর্য। ভারত-অস্ট্রেলিয়ার একদিনের সিরিজে প্রথম ম্যাচে ভারত জিতলেও দ্বিতীয় ম্যাচে মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ের জেরে ১১৭ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। ১০ উইকেটে দাপটে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে সমতাও ফিরিয়েছে অজিরা। বুধবার চেন্নাইয়ে সিরিজের তৃতীয় তথা নির্ধারক ওডিআই।
আরও পড়ুন- ক্লাসিকোয় শেষ মুহূর্তে বাজিমাত, রিয়ালকে হারিয়ে লা লিগার আরও কাছে বার্সেলোনা