কলকাতা: ফের অসুস্থ নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ( Abhijit Sarkar's Mother) মা। ছেলেকে কীভাবে খুন করা হয়েছে, তা বলতে গিয়ে শিয়ালদা আদালতের বিচারকের সামনেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা। মাটিতে পড়ে যান তিনি। নিহত বিজেপি কর্মীর মাকে এরপর এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থগিত হয়ে যায় আজকের সাক্ষ্যগ্রহণ।
অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন
কাঁকুড়গাছির বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকার (Abhijit Sarkar) খুনের ২ বছরের মাথায়, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। অভিযুক্ত ২০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে। চার্জশিটে কেন নাম নেই তৃণমূল বিধায়ক পরেশ পালের? প্রশ্ন তোলেন নিহতের দাদা। প্রসঙ্গত ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) আদালতে (Court) সাক্ষ্য দিতে যাওয়ার পথে গতমাসেও অসুস্থ হয়েছিলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা (BJP Worker Abhijit Sarkar' s Mother)।
'ক্রমাগত হুমকির কারণেই অসুস্থ'
হাইকোর্টের (High Court) নির্দেশে পুলিশ পাহারায় গতমাসে অভিজিতের পরিবারের সদস্যদের শিয়ালদা (Sealdah Court) আদালতে আনা হচ্ছিল। রাস্তায় আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন সেবার নিহত বিজেপি কর্মীর মা। পুলিশই তাঁকে এনআরএস (NRS) হাসপাতালে নিয়ে যায়। আর এবারও সেই একই ঘটনা পুনরায় ঘটেছে। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের (Biswajit Sarkar) অভিযোগ, ক্রমাগত হুমকির কারণেই অসুস্থ হয়ে পড়ছেন তাঁর মা।
বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন, অভিজিৎ সরকার
২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎকে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি লুঠপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি।
আরও পড়ুন, আজও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল
প্রশ্ন তুলেছেন নিহত বিজেপি কর্মীর দাদা
এই ঘটনার তদন্তে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কিন্তু, তাঁর নাম সিবিআই চার্জশিটে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত বিজেপি কর্মীর দাদা। এপ্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলেও, কোনও মন্তব্য় করতে চাননি পরেশ পাল। অন্যদিকে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট জমা দিতে না পারায়, সেসময় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই।