মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক নির্বাচিত হতে পারেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের পরই ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। সেখানেই হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে নামার কথা ছিল ভারতের। কিন্তু হার্দিকের গোড়ালির চোট এখনও পুরোপুরি সারেনি। ফলে বিরাট, রোহিতদের মত সিনিয়রদের অনুপস্থিতিতে বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমারকেই হয়ত নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজটি শুরু হচ্ছে নভেম্বরের ২৩ তারিখ থেকে। অর্থাৎ বিশ্বকাপ ফাইনাল আগামীকাল ১৯ নভেম্বর। তার ৪ দিন পরেই ফের ভারত-অস্ট্রেলিয়া মাঠে নামতে চলেছে। টি-টোয়েন্টি সিরিজটি শেষ হবে আগামী ৩ ডিসেম্বর। নির্বাচক কমিটির প্রধান অজি আগরকর ও বাকিরা এমনটাই চিন্তাভাবনা করছেন যে হার্দিককে আরও কিছুদিন বিশ্রামে রাখা যায় যাতে। সেক্ষেত্রে সূর্যকেই দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। এর আগেও ভারতের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সহ অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছে সূর্যকুমারকে।
রবিবাসরীয় আমদাবাদে ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর দু'টো নাগাদ। টস দুপুর দেড়টা নাগাদ। এরপরেই শুরু হবে একগুচ্ছ অনুষ্ঠান। টসের পর ১টা ৩৫ থেকে ১টা ৫০ পর্যন্ত ভারতীয় এয়ার ফোর্সের সূর্যকিরণ অ্যাক্রোব্যাটিক দল পারফর্ম করবে। ইনিংসে মাঝে থাকবে গানের অনুষ্ঠান। প্রীতম চক্রবর্তী, জোনিতা গাঁধী, অমিত মিশ্ররা পারফর্ম করবেন দুই ইনিংসের মাঝে। এগুলি তো রয়েইছে। তবে শুধু ম্যাচ শুরুর আগে এবং ইনিংসের মাঝেই নয়, বিনোদনের বন্দোবস্ত থাকছে জলপানের স্বল্প দৈর্ঘ্যের বিরতির সময়ও।
প্রথম ইনিংসের জলপানের বিরতির সময় আদিত্য গাঁধভী পারফর্ম করবেন। দ্বিতীয় ইনিংসের বিরতির সময় থাকছে বিশেষ লেজার এবং লাইট শো। বিশ্বকাপে ২২ গজের লড়াইয়ের পাশাপাশি মাঠে উপস্থিত সকলের জন্য বিনোদনের একগুচ্ছ ব্যবস্থা রয়েছে। সবমিলিয়ে ফাইনাল ম্যাচে উপস্থিত দর্শকদের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় করে রাখতে তৎপর বিসিসিআই, তা বলাই বাহুল্য।
তবে ফাইনাল ম্যাচের আগে মহার্ঘ আমদাবাদ। গুজরাতের শহরের হোটেল ভাড়া থেকে সেখানে পৌঁছনোর বিমানের টিকিট, সবই যেন আকাশ ছুঁয়েছে। বিশ্বকাপের ফাইনালের প্রাক্কালে আমদাবাদের প্রখ্যাত ফাইভ স্টার হোটেলগুলিতে থাকতে হলে গুণতে হবে লক্ষাধিক টাকা ! গুজরাতের স্থানীয় সংবাদসংস্থা ও জাতীয় সংবাদসংস্থাগুলির দেওয়া তথ্য জানাচ্ছে যে তথ্য। সাধারণ হোটেলে থাকার জন্যও ১০ হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে বলেই খবর।