সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ঘিরে চর্চার অন্ত নেই। অনেকেই মনে করছেন সূর্যই এই বারের বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে চলেছেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি সূর্য। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে (IND vs NED) জ্বলে উঠেন সূর্য। ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। তাঁকেই এই ইনিংসের জন্য ম্যাচ সেরাও ঘোষণা করা হয়।
ম্যানেজমেন্টের বার্তা
গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটে নেমে প্রভাবশালী এক দারুণ ইনিংস খেলায় সূর্যকে ম্যাচ সেরা ঘোষণা করা হয়েছে। ব্যাট করতে নামার সময় তাঁকে ম্যানেজমেন্টের তরফে কী বার্তা দেওয়া হয়েছিল? সূর্য বলেন, 'আমি নিজের স্বাভাবিক খেলাটা খেলতেই আগ্রহী ছিলাম। আমি যখন ব্যাট করতে নামি, তখন দলের তরফে আমার জন্য বার্তাটা খুবই স্পষ্ট ছিল। প্রতি ওভারে আমাদের আট থেকে ১০ রান করে করতে হলে এবং বিরাট কোহলির সঙ্গে ব্যাটিং করাটা যেন আমি যতটা সম্ভব উপভোগ করি।' প্রসঙ্গত, এই ম্যাচেই মহম্মদ রিজওয়ানকে পিছনে ফেলে এক দারুণ কৃতিত্ব নিজের নামে করে ফেলেন সূর্য।
শীর্ষে সূর্য
বর্তমানে আইসিসির ক্রমতালিকায় এক নম্বর টি-টোয়েন্টি ব্য়াটার পাকিস্তানের তারকা ব্যাটার রিজওয়ান। শীর্ষস্থান দখলের দৌড়ে খুব একটা পিছনে নেই সূর্যও। তিনি আপাতত তিন নম্বরে রয়েছেন। রিজওয়ান এবং সূর্যকুমার, উভয়েই এই বছরে দারুণ ফর্মে রয়েছেন। এই ম্যাচের আগে পর্যন্ত এ বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে রিজওয়ানই সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। তিনি ৫১.৫৬-র গড়ে মোট ৮২৫ রান করেছেন। তবে সূর্য ৫১ রানের ইনিংসে রিজওয়ানকে পিছনে ফেলে দিলেন। তাঁর এ বছরে টি-টোয়েন্টিতে মোট সংগ্রহ হয়ে দাঁড়াল ৮৬৭ রান। ৪১.২৮-র গড়ে সূর্য এই রান করেছেন।
ফলে কয়েক ঘণ্টার জন্য অন্তত সূর্যই আপাতত এই বছরের সর্বোচ্চ টি-টোয়েন্টি রানসংগ্রাহক। অবশ্য পাকিস্তান আজই জিম্বাবোয়ের সঙ্গে নিজেদের ম্যাচ খেলছে। তাই সেই ম্যাচে সূর্যকে পিছনে ফেলে ফের একবার শীর্ষস্থান দখল করে নেওয়ার সুযোগ রয়েছে রিজওয়ানের সামনে।
আরও পড়ুন: ব্যাট হাতে অর্ধশতরান, দলের দুরন্ত জয়, তা খুশি হতে পারছেন না রোহিত, কিন্তু কেন?