পারথ: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর বসবে। ইতিমধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি সারতে অজিভূমে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সেখানে শুক্রবারই প্রথম অনুশীলন করেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ভারতের তারকা ব্যাটার অজিভূমে প্রথমবার অনুশীলন করে নিজের অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নেন।


সূর্যর মতামত


আইসিসির বিচারে টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় সূর্যকুমার দ্বিতীয় স্থানে রয়েছেন। দেড় বছর আগে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়ে ইতিমধ্যেই তিনি দলের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন। আসন্ন বিশ্বকাপে ভারতকে সাফল্য পেতে হলে সূর্যকুমারের ফর্মে থাকাটা ভীষণই জরুরি। অস্ট্রেলিয়ায় খেলতে উত্তেজিত হলেও, নিজের স্বাভাবিক প্রক্রিয়া ছাড়তে নারাজ সূর্য। 'উত্তেজনা তো আছেই, তবে তার জেরে নিজের স্বাভাবিক প্রস্তুতি প্রক্রিয়া ভুলে গেলে চলবে না। অনুুশীলনে পিচের গতির পাশাপাশি মাঠের সঙ্গেও মানিয়ে নেওয়ার চেষ্টায় আছি। কারণ এখানকার মাঠগুলি অনেকটাই বড়। তাই সেই বুঝে আগে থেকে পরিকল্পনা করে রাখাটা জরুরি। পরিবেশ ও পরিস্থিতি বেশ ভালই, মাঠে নামতে মুখিয়ে রয়েছি।' জানান ৩২ বছর বয়সি ভারতীয় মিডল অর্ডার ব্যাটার।


 






বিসিসিআইকে ধন্যবাদ


এত আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে অনুশীলন করার সুযোগ পাওয়ায় দলের স্ট্রেথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই বিসিসিআইকে ধন্যবাদও জানিয়েছেন। তিনি বলেন, 'আসন্ন আট থেকে দশদিন বিশ্বকাপের প্রস্তুতি সারার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আট দিন প্রস্তুতির সুযোগ পাওয়ার জন্য আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমার মনে হয় আমরা এত ম্যাচ খেলি যে সঠিক প্রস্তুতি না নিয়েই অনেক সময় বড় টুর্নামেন্টে নামতে হয়। তবে এই আটদিনে আমরা মানসিক ও শারীরিকভাবে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাব। যার ফলে প্রথম ম্যাচে নামার আগে সুবিধাই হবে।'


আরও পড়ুন: পরপর দুই ওভারে মারক্রাম ও ক্লাসেনকে আউট করে লড়াইয়ে ফিরল ভারত