নয়াদিল্লি: সেলুলয়েডের সুলতান এবার কি বাস্তবে? বক্সার বিজেন্দ্র সিংহর দেখানো পথেই কি এবার হাঁটতে চলেছেন সুশীল কুমার? ভারতের হয়ে কুস্তি লড়ার বদলে কি তাঁকে দেখা যাবে পেশাদার লড়াইয়ে? অলিম্পিকে দু বারের পদকজয়ী কুস্তিগীরকে ঘিরে জল্পনা এবার তুঙ্গে৷
ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা ডবলু ডবলু ই-র ট্যালেন্ট ডেভেলপমেন্ট হেড ক্যানিওন কেম্যান ফ্লোরিডা থেকে নয়াদিল্লিতে এসেছিলেন সুশীলের সঙ্গে বৈঠক করতে৷ দু’জনের মধ্যে বেশ খানিক্ষণ কথাবার্তা হয়েছে৷ সেই বৈঠকের পর সুশীল জানিয়েছেন, ‘অত্যন্ত ফলপ্রসু বৈঠক হয়েছে৷ এখনই পেশাদার কুস্তিতে অংশ নিতে চাই না৷ তবে ভবিষ্যতেও কুস্তি করে যেতে চাই৷ তাই বিকল্পগুলিও খতিয়ে দেখতে চাই৷’
সুশীল মুখ না খুললেও, তাঁর ম্যানেজার রমন রাহেজা বলেছেন, গত চার মাস ধরে ডাবলু ডাবলু ই-র সঙ্গে কথা চলছে সুশীল কুমারের৷ এক মাসের মধ্যেই সুশীল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন৷
তাহলে কি পাকাপাকিভাবে পেশাদার কুস্তিতে? লড়ে যাওয়ার তাগিদ? না কি নেপথ্যে রয়েছে অভিমানও? রিও অলিম্পিক্সে দলে সুযোগ না দেওয়াতেই কি শেষ পর্যন্ত পেশাদার কুস্তিতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত? সুশীলই কি শেষ পর্যন্ত সুলতান? উত্তরটা হয়তো মিলবে মাস-খানেকের মধ্যেই৷
পেশাদার কুস্তিতে যোগ দিচ্ছেন সুশীল কুমার!
Web Desk, ABP Ananda
Updated at:
16 Oct 2016 09:33 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -