কলকাতা: বিদেশি ফুটবলারদের সংখ্যা ভারতীয় ফুটবলারদের থেকে অত্যাধিক বেশি৷ তাই গত ৩ বছর ধরে আইএসএল চললেও ভারতীয় ফুটবলের খুব একটা লাভ হয়নি৷ কলকাতায় এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এফসি গোয়ার কোচ জিকো৷


রবিবার আইএসএল-এ অ্যাটলেটিকো দি কলকাতা বনাম এফসি গোয়ার ম্যাচ৷ এই ম্যাচ ঘিরে কারও তেমন আগ্রহ ছিল না৷ কিন্তু ম্যাচের ২৪ ঘন্টা আগে সাংবাদিক সম্মেলনে বদলে গেল ম্যাচের ছবিটাই৷ বলা ভাল আইএসএল-এর আবহটাই৷ ৮টি দলের মধ্যে সবচেয়ে হাইপ্রোফাইল কোচ জিকোর বিস্ফোরক মন্তব্যে আইএসএল এবার প্রশ্নের মুখে৷ তিন বছরের আইএসএল-এ কি ভারতীয় ফুটবলে সত্যিই কোনও উন্নতি হয়েছে? জিকো-র জবাব, না৷ কারণ, ভারতীয় ফুটবলারদের থেকে বিদেশি ফুটবলাদের সংখ্যা বেশি থাকায় লাভ হয়নি এদেশের ফুটবলারদের৷ যার প্রভাব পড়ছে জাতীয় দলের পারফরম্যান্সের উপরেও৷

জিকো বলেছেন, ‘আমার মনে হয় গত ৩ বছরে আইএসএল-এ যা হয়েছে তাতে খুব একটা লাভ হয়নি ভারতীয় ফুটবলের৷ কারণ, প্রতিটি দলেই বিদেশি ফুটবলারের সংখ্যা ভারতীয় ফুটবলারদের থেকে অনেক বেশি৷ ফলে এ দেশের ফুটবলারদের খেলার সুযোগ মিলেছে কম৷ ভারতীয় ফুটবলারদের সংখ্যা বেশি হওয়াটা তাই জরুরি৷ আরও একটা বিষয়, এর প্রভাব কিন্তু পড়েছে ভারতীয় ফুটবলেও৷ জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখুন, ভাল নয়৷’

আইএসএল নিয়ে এই মন্তব্যের পর রীতিমত ঝড় বয়ে গিয়েছে ভারতীয় ফুটবলের নতুন টুর্নামেন্টে৷ আর এই মন্তব্য যখন জিকো-র, তখন আয়োজকদের নড়েচড়ে বসা ছাড়া উপায়ও নেই৷ তবে এই নিয়ে মন্তব্য করতে নারাজ ফ্র্যাঞ্চাইজিরা৷

এদিকে গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে রীতিমত হাসপাতালের চেহারা নিয়েছে অ্যাটলেটিকো দি কলকাতা৷ পস্টিগা ছিটকে গিয়েছেন গোয়া ম্যাচে৷ চোটের তালিকায় নাম লিখিয়েছেন তিরি ও নাটোও৷ তিরিকে পাওয়ারও সম্ভাবনা কম৷ সব মিলিয়ে কলকাতা বনাম গোয়া ম্যাচের আগে জিকো-র বিতর্কিত মন্তব্য অন্য মাত্রা যোগ করে দিয়েছে আইএসএল-এর পালে৷