নয়াদিল্লি: টেলিভিশন শোয়ে মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ানো হার্দিক পাণ্ড্য ও লোকেশ রাহুলের উপর থেকে নির্বাসন প্রত্যাহার করে নিল বিসিসিআই। আজ বিসিসিআই-এর প্রশাসক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অ্যামিকাস কুরি পি এস নরসিংহর সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১.০১.২০১৯-এ যে নির্বাসনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল, সেটি অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।’ ফলে এই দুই ক্রিকেটারের আর খেলতে কোনও বাধা রইল না। নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলে যোগ দিতে পারেন হার্দিক। ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেন রাহুল।
বিতর্কিত মন্তব্যের জেরে অস্ট্রেলিয়া সফর থেকেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় হার্দিক ও রাহুলকে। তাঁদের নির্বাসিত করে তদন্ত শুরু হয়। বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না অবশ্য এই দুই ক্রিকেটারের উপর থেকে নির্বাসন প্রত্যাহার করার আর্জি জানান। এ বিষয়ে বিশেষ সাধারণ সভা ডাকার দাবিও খারিজ করে দেন খন্না। বিসিসিআই-এর প্রশাসক কমিটি অবশ্য জানায়, হার্দিক ও রাহুলের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ওম্বাডসম্যান নিয়োগ করার আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। এ বিষয়ে ৫ ফেব্রুয়ারি রায় দেবে শীর্ষ আদালত। তদন্ত চললেও, হার্দিক ও রাহুল খেলতে পারবেন।
হার্দিক, রাহুলের উপর থেকে নির্বাসন প্রত্যাহার বিসিসিআই-এর
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jan 2019 05:52 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -