কলকাতা: শোরগোল ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ায় অভিযোগ করেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বঞ্চনার শিকার। সেই সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বাংলার মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, সৌরভকে আইসিসি চেয়ারম্যান করে পাঠানোর জন্য।
এবার সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, 'উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরে ঘোরানোর কথা বলেন, প্রধানমন্ত্রীকে বলেন কিম্ভূত, কিমাকার, প্রধানমন্ত্রী তাঁর কথা কেন শুনতে যাবেন? আর প্রধানমন্ত্রী কোনও খেলাধুলোর ব্যাপারে নাক গলান না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কুম্ভীরাশ্রু ফেলার কোনও দরকার নেই। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন শাহরুখ খানকে। আপনার যদি সত্যিই সৌরভ গঙ্গোপাধ্যায়কে মর্যাদা দেওয়ার ইচ্ছে থাকত আপনি অনেক আগেই তাঁকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতেন।'
কী বলেছেন মমতা?
উত্তরবঙ্গ যাওয়ার পথে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'দেশবাসী তথা পুরো বিশ্বের ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বলছি, সৌরভ আমাদের গৌরব। মাঠে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে, প্রশাসনও চালিয়েছে। বিসিসিআই সভাপতি ছিল। আদালত একটা নির্দেশ দিয়েছিল যাতে ওঁকে তিন বছরের মেয়াদ দেওয়া হয়। পাশাপাশি অমিত শাহের পুত্র জয় শাহ-কেও ৩ বছরের মেয়াদ দেওয়া হয়। কিন্তু কেন জানি না, অমিত শাহের ছেলে রয়ে গেলেন, তা হলে সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?'
এতেই শেষ নয়। মমতার সংযোজন, 'আমি এখনও মনে করি, ওঁকে যে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে এটার একমাত্র ক্ষতিপূরণ হতে পারে আইসিসি। ভারত থেকে মাত্র ১-২ জন আইসিসি-তে যাওয়ার যোগ্য। আমি প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করব, সৌরভকে আইসিসি-র ভোটে লড়তে দেওয়া হোক। ওঁর সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। কেন বঞ্চনার শিকার সৌরভ?' ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে উচ্ছ্বসিত কথাও শোনা যায় তাঁর মুখে। বলেন, 'সকলে ওঁকে চেনে, গোটা পৃথিবী ওঁর কথা জানে। আমরা ওঁকে নিয়ে গর্বিত। শুধু বাংলা নয়। উনি পুরো দেশ তথা পৃথিবীর অহংকার।' তৃণমূলনেত্রীর বক্তব্য, 'সরকারকে অনুরোধ, রাজনীতি করবেন না। প্রতিহিংসাপরায়ণ হবেন না। উনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। ক্রিকেট, খেলাধুলোর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন।'
আরও পড়ুন: 'দাদা আঙ্কল', মুম্বইয়ে সৌরভের মন জিতে নিল খুদে ভক্ত