মস্কো: এবারের বিশ্বকাপে বড় দলগুলির পয়েন্ট খোয়ানো অব্যাহত। প্রথমার্ধে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পরেও, দ্বিতীয়ার্ধে গোল হজম করে সুইৎজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করল ব্রাজিল। ২০ মিনিটে দুর্দান্ত গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন ফিলিপে কুটিনহো। প্রথমার্ধের শেষে এই গোলেই এগিয়েছিল ব্রাজিল। সেই সময় নেইমারদের খেলা দেখে মনে হচ্ছিল, তাঁরা সহজেই জিতে যাবেন। কিন্তু ৫০ মিনিটে গোল শোধ করে দেন সুইৎজারল্যান্ডের স্টিভেন জুবের। এরপর অনেক সুযোগ পেয়েও আর গোল করতে পারেনি ব্রাজিল। ফলে ম্যাচ ড্র হয়ে যায়।
এই ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জুবের কর্নার থেকে জোরাল হেডে গোল করার ঠিক আগে মার্কার মিরান্ডাকে ধাক্কা মেরে সরিয়ে দেন। ব্রাজিলের ফুটবলাররা ফাউলের আবেদন জানালেও, রেফারি সিজার র্যামোস কর্ণপাত করেননি। এরপর ৭৪ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসকে বক্সের মধ্যে জাপটে ধরে ফেলে দেন সুইৎজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। এক্ষেত্রেও পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। নেইমারকে প্রথম থেকেই ফাউল করতে থাকেন বিপক্ষ ডিফেন্ডাররা। সেক্ষেত্রেও রেফারির তেমন কড়া মনোভাব দেখা যায়নি।
এই ম্যাচে ব্রাজিলের রক্ষণের ভুল এবং একাধিক সহজ সুযোগ নষ্টও পয়েন্ট খোয়ানোর জন্য দায়ী। ১১ মিনিটে ফাঁকা গোল পেয়েও বাইরে মারেন পাউলিনহো। ৬৯ মিনিটে নিজের গোলসংখ্যা বাড়ানোর সুযোগ নষ্ট করেন কুটিনহো। সংযোজিত সময়ে দলকে জয় এনে দেওয়ার সহজ সুযোগ পেয়েছিলেন মিরান্ডা। কিন্তু তাঁর ভলি বাইরে চলে যায়। জুবেরের গোল যে কর্নার থেকে হয়, তার আগে নিজেদের রক্ষণ থেকে বল বিপদমুক্ত করতে পারেননি ব্রাজিলের ডিফেন্ডাররা। এই ভুলের খেসারত দিতে হয়।
রেফারিং নিয়ে বিতর্ক, বিশ্বকাপের প্রথম ম্যাচেই সুইৎজারল্যান্ডের সঙ্গে ড্র করে অস্বস্তিতে ব্রাজিল
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jun 2018 08:47 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -