মস্কো: ২০১৮ বিশ্বকাপের প্রথম অঘটন সম্ভবত ঘটল রবিবার। মস্কোয় মেক্সিকোর কাছে ১-০ গোলে হারল জার্মানি। জার্মানি মানেই বজ্র-কঠিন। জার্মানি মানেই বিপক্ষের বুক দুরু-দুরু করা। ম্যাচের আগে অনেকেই ভেবেছিলেন মেক্সিকোকে হেলায় হারিয়ে নিজস্ব ঢঙেই এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০১৪ বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু, এদিন লুজনিকি স্টেডিয়ামের প্রায় ৭০ হাজার দর্শকের সামনে জ্বলে উঠল সবুজ জার্সি। যাতে ফিকে হয়ে গেল চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দুরন্ত গতির মেক্সিকোর কাছে ১-০ গোলে হারল জার্মানি
Web Desk, ABP Ananda | 17 Jun 2018 10:56 PM (IST)