মস্কো: ২০১৮ বিশ্বকাপের প্রথম অঘটন সম্ভবত ঘটল রবিবার। মস্কোয় মেক্সিকোর কাছে ১-০ গোলে হারল জার্মানি।
জার্মানি মানেই বজ্র-কঠিন। জার্মানি মানেই বিপক্ষের বুক দুরু-দুরু করা। ম্যাচের আগে অনেকেই ভেবেছিলেন মেক্সিকোকে হেলায় হারিয়ে নিজস্ব ঢঙেই এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০১৪ বিশ্বচ্যাম্পিয়নরা।
কিন্তু, এদিন লুজনিকি স্টেডিয়ামের প্রায় ৭০ হাজার দর্শকের সামনে জ্বলে উঠল সবুজ জার্সি। যাতে ফিকে হয়ে গেল চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।



৩৫ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন মেক্সিকোর হার্ভিং লোজানো। এদিন কার্যত মেক্সিকোর গতির কাছে হার মানতে হল জার্মান দলকে।
তবে গোল খাওয়ার পর খোঁচা-খাওয়া বাঘের মতো বিপক্ষের দিকে বারংবার আক্রমণ শানাতে শুরু করে জোয়াকিং লো-র দল। ম্যাচে সমতা ফেরার জন্য একের পর এক আক্রমণের ঝড় তুলতে থাকে। কিন্তু, জালের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন ওচোয়া।  ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারল জার্মানি।
প্রথম ম্যাচ হেরে বেশ চাপে পড়ে গেল জার্মানরা। তাদের পরবর্তী দুটি ম্যাচ সুইডেন ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।